AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sultana Khatun: বাবার মতো হতে পারতেন পুলিশ, ক্রিকেটের টানে ২২ গজে সুলতানা খাতুন

Bangladesh Cricket: চলতি বছরে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয়েছে ডান হাতি বোলার সুলতানা খাতুনের। হরমনপ্রীত কৌরের ভারতের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টি-২০ এবং ওডিআই সিরিজে মোট ১১টি উইকেট নিয়েছেন সুলতানা।

Sultana Khatun: বাবার মতো হতে পারতেন পুলিশ, ক্রিকেটের টানে ২২ গজে সুলতানা খাতুন
Image Credit: BCB
| Edited By: | Updated on: Jul 23, 2023 | 9:00 AM
Share

ঢাকা: খুব সহজে ক্রিকেটার হয়েছেন? জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য পরিশ্রম করতে হয়নি… এমন ক্রিকেটার খুব কমই আছে। শুধু ভারতেই নয়, বিদেশের অনেক জায়গাতেই একই অবস্থা। মা-বাবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নিজের স্বপ্নপূরণ করা অ্যাথলিটের সংখ্যা কম নেই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে সেই ক্রীড়াবিদ যখন নিজেকে প্রমাণ করতে পেরেছেন, তখন তাঁর পরিবারও তাঁকে সমর্থন করেছেন। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে তুলে ধরা হল তেমনই এক বাংলাদেশি ক্রিকেটারের কথা। যিনি ক্রিকেট খেলার জন্য বাবার ইচ্ছের বিরুদ্ধে গিয়েছিলেন। পুলিশের চাকরি ছেড়ে ২২ গজকে আপন করে নিয়েছিলেন। তিনি বাংলাদেশের (Bangladesh Cricket) বোলার সুলতানা খাতুন (Sultana Khatun)। কঠোর পরিশ্রমের ফল সুলতানা পেয়েছেন। চলতি বছরে সুলতানার জন্য জাতীয় দলের দরজা খুলে গিয়েছে।

সুলতানা খাতুনের মা-বাবা দু’জনই সরকারি চাকরি করেন। বাবা পুলিশ। তাই স্বাভাবিকভাবেই তাঁরা চেয়েছিলেন মেয়ে সরকারি চাকরি করুক। তাঁর বাবা চেয়েছিলেন তিনি যা কাজ করেন তাকেই পেশা হিসেবে বেছে নিক সুলতানা। কিন্তু সুলতানার মা যখন জানতে পারেন তাঁর মেয়ে ক্রিকেট খেলতে চায়, তিনি বাঁধা দেননি। কিন্তু সুলতানার বাবা চাননি সরকারি চাকরি ছেড়ে ক্রিকেটের জন্য তাঁর মেয়ে এত পরিশ্রম করুক। সুলতানা পুলিশের চাকরিও পেয়ে গিয়েছিলেন। কিন্তু ক্রিকেটের টান তাঁকে ২২ গজে টেনে নিয়ে আসে।

আসলে সুলতানাকে ক্রিকেট খেলার জন্য অনেক পরিশ্রম করতে হয়। এটাই স্বাভাবিক। প্রত্যেক ক্রিকেটারকেই অনুশীলনের সময় প্রচুর পরিশ্রম করতে হয়। আর তা দেখেই সুলতানার বাবা তাঁর মেয়েকে পুলিশের চাকরিতে যোগ দিতে বলেন। তবে জাতীয় দলে সুলতানা সুযোগ পাওয়ার পর ছবিটা পাল্টে গিয়েছে। এখন সুলতানার বাবাই তাঁকে অনুশীলন করার জন্য জোর করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে দেশের হয়ে ওডিআইতে এবং মে-তে টি-২০ ক্রিকেটে ডেবিউ হয়েছে বাংলাদেশের সুলতানা খাতুনের। এখনও অবধি ৫টি আন্তর্জাতিক টি২০ ম্যাচে ৮টি উইকেট নিয়েছেন সুলতানা আর ৫টি ওডিআই ম্যাচে ৬টি উইকেট নিয়েছেন তিনি।