Suryakumar Yadav: বিশ্বকাপে গলার কাঁটা সূর্য, বদলির খোঁজ শুরু
Asia Cup 2023: কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু তিনি প্রত্যাশাপূরণে ব্যর্থ হয়েছেন। সাকিব আল হাসানের দলের বিরুদ্ধে মাত্র ২৬ রান করেন সূর্যকুমার যাদব। তাঁর আউট হওয়ার ধরণ নিয়ে একাধিক প্রাক্তন ক্রিকেটার প্রশ্নও তুলেছেন।
কলম্বো: সুযোগ তিনি পাচ্ছেন ঠিকই, কিন্তু নিজেকে প্রমাণ করতে পারছেন না। এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরের শেষ ম্যাচে ভারত রিজার্ভ বেঞ্চের শক্তি দেখার সিদ্ধান্ত নিয়েছিল। বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচে তরুণ তুর্কি তিলক ভার্মার ডেবিউ হয়েছে। তিনি যেহেতু ওডিআই বিশ্বকাপ স্কোয়াডে নেই, তাই তাঁর ডেবিউ ম্যাচের পারফরম্যান্স নিয়ে অতটা আলোচনা হয়নি। কিন্তু ওডিআইতে ভারতের মিডল অর্ডারে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ফের এক বার ভরসা দিতে ব্যর্থ হলেন। যা রীতিমতো ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে মাথাব্যাথার। টি-টোয়েন্টিতে স্কাই স্টার। কিন্তু ওডিআইতে কেন এখনও তিনি ছন্দ খুঁজে পাচ্ছেন না? তা নিয়ে আলোচনা উত্তরোত্তর বাড়ছে। সূর্যকে নিয়ে যখন আশঙ্কার কালো মেঘ জমছে, ঠিক তখনই কলম্বোর প্লেনে চেপে বসেছেন ওয়াশিংটন সুন্দর। যদিও এশিয়া কাপের ফাইনালের জন্য ব্যাকআপ হিসেবে তাঁকে ভাবা হয়েছে। কিন্তু, ওয়াশিংটন সুন্দরকে হঠাৎ এই ডাক অন্য ইঙ্গিতও দিচ্ছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপে মিডল অর্ডারে সূর্যর প্রয়োজন হলে তিনি আদৌ জ্বলে উঠবেন কিনা, তা নিয়ে আপাতত চিন্তিত ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ক্রিকেট মহলে অনেকেই বলেছেন, টি-২০ আর ওডিআই ক্রিকেটের মধ্যে তফাৎটা সূর্যকুমার যাদবকে বুঝতে হবে। টি-২০ ক্রিকেটে আগ্রাসী মেজাজ দেখানো যায়। কিন্তু ওডিআইতে শুরু থেকেই আগ্রাসন দেখানো মোটেও বুদ্ধিমানের কাজ নয়। কয়েকটা ওভার ক্রিজে কাটিয়ে সেট হতে হয়। দলের প্রয়োজন অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে হয়। এবং পারফর্ম করে দেখাতে হয়। সেখানেই সূর্য বাকিদের অবাক করছেন।
বাংলাদেশের বিরুদ্ধে সাকিব আল হাসানের বলে সুইপ করতে গিয়ে বোল্ড হন স্কাই। ৩৪ বলে ২৬ রান করে মাঠ থেকে বেরোতে হয় তাঁকে। সূর্যর এ ভাবে আউট হওয়া নিয়ে ভারতের প্রাক্তন উইকেটকিপার দীপ দাসগুপ্ত বলেন, ‘সূর্যর ব্যাটিং আমাকে অবাক করে দিয়েছে। একে দেখে মনে হচ্ছিল ও শুধু সুইপ শট খেলতে চাইছে। ও তো স্পিনের বিরুদ্ধে খুব ভালো ব্যাটিং করে। ওর কাছে বিভিন্ন শট রয়েছে। এটা জানি যে একদিনের ক্রিকেটে সূর্য ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করতে পারছে না। তবে ও যে ডেলিভারিতে আউট হল সেটা আউট হওয়ার মতো বল মোটেও ছিল না। ওই ডেলিভারিকে এক্সট্রা কভার, মিড অফের উপর দিয়েও মেরে দিতে পারত। কিন্তু সূর্য তা করেনি। তাই ওর ব্যাটিং আমার অদ্ভুত লেগেছে।’
সূর্যকুমার যাদব নিজে এশিয়া কাপের আগে জানিয়েছিলেন, ওডিআই ক্রিকেটে রান করা রপ্ত করার জন্য তিনি কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলির থেকে পরামর্শ নিয়েছেন। এশিয়া কাপে মাত্র ১টি ম্যাচ খেললেন। ফাইনালে সম্ভবত সুযোগ পাবেন না। বিশ্বকাপে যদি তিনি খেলার সুযোগ পান, আর তাতে সফল হতে না পারেন তা হলে হয়তো সূর্যর ওডিআই কেরিয়ারে ইতি পড়ে যেতে পারে।