ICC World Cup 2023: ভারত-কিউয়ি সেমিফাইনালে সুপার ফিল্ডিং করে সেরা ফিল্ডারের পদক পেলেন কে?

ওয়াংখেড়েতে বিশ্বকাপের (ICC World Cup 2023) সেমিফাইনালে কিউয়িদের ৭০ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। আর ভারতের প্রতি ম্যাচের পর নজর থাকে সেরা ফিল্ডারের পদক প্রাপকের দিকে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের পরও ভারতীয় ক্রিকেট প্রেমীরা বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে হয়তো ঢুঁ মেরেছেন। কে পেলেন সেমির লড়াইয়ের সেরা ফিল্ডারের পদক, তা জানার জন্য।

ICC World Cup 2023: ভারত-কিউয়ি সেমিফাইনালে সুপার ফিল্ডিং করে সেরা ফিল্ডারের পদক পেলেন কে?
ICC World Cup 2023: ভারত-কিউয়ি সেমিফাইনালে সুপার ফিল্ডিং করে সেরা ফিল্ডারের পদক পেলেন কে? Image Credit source: BCCI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2023 | 6:40 PM

মুম্বই: সুপারহিট হিটম্যান, রানমেশিন বিরাট নাকি অন্য কেউ? কে পেলেন ভারত-কিউয়ি (IND vs NZ) সেমিফাইনালের সেরা ফিল্ডারের পদক? ওয়াংখেড়েতে বিশ্বকাপের (ICC World Cup 2023) সেমিফাইনালে কিউয়িদের ৭০ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। আর ভারতের প্রতি ম্যাচের পর নজর থাকে সেরা ফিল্ডারের পদক প্রাপকের দিকে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের পরও ভারতীয় ক্রিকেট প্রেমীরা বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে হয়তো ঢুঁ মেরেছেন। কে পেলেন সেমির লড়াইয়ের সেরা ফিল্ডারের পদক, তা জানার জন্য। টিম ইন্ডিয়ার অন্যান্য ম্যাচের পরে যে সময় সেরা ফিল্ডারের পদকজয়ীর নাম জানানো হয়, তার তুলনায় দেরিতে সেমিফাইনাল ম্যাচের সেরা ফিল্ডার পদকজয়ীর নাম জানানো হল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ছিল ১৫ নভেম্বর। গতকাল রাতে তো নয়ই আজ, ১৬ নভেম্বর সকালেও ভারতের সেরা ফিল্ডারের পদক কে পেলেন জানা যায়নি। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। অবশেষে বিকেল ৪.২৪ মিনিটে বিসিসিআইয়ের পক্ষ থেকে সেরা ফিল্ডারের পদক দেওয়ার ভিডিয়ো শেয়ার করেছে। এ বারের ওডিআই বিশ্বকাপে প্রতি ম্যাচেই অভিনব কায়দায় সেরা ফিল্ডার পদক প্রাপকের নাম ঘোষণা করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে আজ ভারতের সেরা ফিল্ডারের পদক দেওয়ায় সেই অর্থে চমক ছিল না।

প্রতি বারের মতো এ বারও ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ শুরুতে দলের সকলের প্রয়াসকে সমর্থন করেন। এরপর একে একে নমিনির নাম ঘোষণা করেন। প্রথমেই ফিল্ডিং কোচ ভারতীয় বোলার মহম্মদ সিরাজের নাম ঘোষণা করেন। এরপর নমিনেশনের তালিকায় দ্বিতীয় নাম ছিল রবীন্দ্র জাডেজার। জাড্ডুকে ‘গার্ডিয়ান’ হিসেবে সম্বোধন করেন ভারতের ফিল্ডিং কোচ। এরপর শেষ নমিনেশন হিসেবে ‘নেভিগেটর’ রাহুলের নাম ঘোষণা করেন টি দিলীপ। রাহুলের নাম ঘোষণা করতেই তিনি বলেন, ‘আমায় ওই মেডেলটা দিয়ে দিন।’

এরপর সেরা ফিল্ডারের জয়ীর নাম ঘোষণা করেন টি দিলীপ। সঙ্গে সঙ্গে হাততালিতে ফেটে পড়েন ড্রেসিংরুমে থাকা বাকি ক্রিকেটাররা। এরপর জাডেজাকে সেরা ফিল্ডারের পদক পরিয়ে দেন সূর্যকুমার যাদব। তিনি নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেরা ফিল্ডারের পদক জিতেছিলেন। স্কাই আবার জাড্ডুকে পদক পরিয়ে দেওয়ার সময় চিতা এবং ঈগল এর সঙ্গে তুলনা করেন।