ICC World Cup 2023: ড্রেসিংরুমে মোদীর অনুপ্রেরণা মূলক বার্তা, বিশ্বকাপে ভক্তদের বিরাট সমর্থন নিয়ে যা বললেন স্কাই…
ICC World Cup 2023, India vs Australia: ৫ দিন পেরিয়ে গেল বিশ্বকাপ হাতছাড়া হয়েছে ভারতের। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব জানালেন, বিশ্বকাপে ভক্তদের সমর্থনে আপ্লুত মেন ইন ব্লু। অজিদের বিরুদ্ধে বিশ্বকাপ হারার পর টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কয়েক মিনিটের পেপ-টক উজ্জীবিত করেছিল ভারতীয় ক্রিকেটারদের।

তিরুবনন্তপুরম: বিশ্বকাপের (ICC World Cup 2023) খুব কাছে গিয়েও তা হাতের মুঠোয় আসনি রোহিত-বিরাটদের। ওই হারের যন্ত্রণা এত সহজে কমার নয়। এর মাঝে ফের ২২ গজে নেমে পড়েছে ভারত-অস্ট্রেলিয়া। এ বার ওডিআইতে নয়, টি-টোয়েন্টিতে। বিশাখাপত্তনমে ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে অজিদের হারিয়েছে ভারত। খানিক খুশির হাওয়া আপাতত ভারতীয় শিবিরে। কিন্তু থেকে থেকেই ভারতের বিশ্বকাপ হাতছাড়া হওয়া নিয়ে আলোচনা চলছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তিনি এ বার ভারতের বিশ্বকাপ হার, তার যন্ত্রণা, সমর্থকদের ধন্যবাদ জানিয়ে এক বার্তা দিয়েছেন। সূর্য বিশেষ উল্লেখ করেছেন, বিশ্বকাপ ফাইনালের পর ভারতের ড্রেসিংরুমে প্রধানমন্ত্রীর যাওয়া এবং তাঁদের সকলকে উদ্বুদ্ধ করার কথাও। আর কী কী বললেন স্কাই? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ভক্তদের সমর্থনে আপ্লুত মেন ইন ব্লু। এই প্রসঙ্গে সূর্যকুমার যাদব বলেন, ‘আপনারা সকলেই জানেন ৪-৫ দিন হল বিশ্বকাপ শেষ হয়েছে। আমরা সকলেই হতাশ। ভারতে এবং ভারতের বাইরে থেকেও আমরা ভক্তদের কাছে যে সমর্থন পেয়েছি, তা এক কথায় অসাধারণ। আমি বলতে চাই, দিনের শেষে এটা একটা খেলা। যা থেকে আমরা রোজ কিছু না কিছু শিখি। কীভাবে এগিয়ে যেতে হবে। আপনারা সব সময় পাশে থাকবেন। ভালোবাসা দেবেন।’
দেশের প্রধানমন্ত্রী ভারতের ড্রেসিংরুমে গিয়ে সকলকে উদ্বুদ্ধ করেছিলেন। সেই ছবি-ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল। সূর্যকুমারও তাঁদের ড্রেসিংরুমে প্রধানমন্ত্রী মোদীর আসার কথা এবং অনুপ্রেরণা দেওয়ার কথা বিশেষ উল্লেখ করেছেন। তাঁর কথায়, ‘বিশ্বকাপ ফাইনালের পর আমরা যখন ড্রেসিংরুমে বসেছিলাম, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে আমাদের উদ্বুদ্ধ করেছিলেন। তিনি সকলের সঙ্গে দেখা করেন। সকলকে অনুপ্রেরণা দেন। বোঝান খেলায় হার-জয় লেগেই থাকে। ওনার ৫-৬ মিনিটের অনুপ্রেরণা মূলক কথা আমাদের উজ্জীবিত করেছে।’
Suryakumar Yadav thanking the support of fans and PM Narendra Modi for his motivation. pic.twitter.com/KFhq0V8PE6
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 25, 2023
স্কাই স্বীকার করে নিয়েছেন, এই হারের যন্ত্রণা থেকে মুক্ত হতে, ওই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সত্যিই সময় লাগবে। কিন্তু আগামী বছরই রয়েছে আরও এক আইসিসি টুর্নামেন্ট। সূর্য জানান, চব্বিশের টি-২০ বিশ্বকাপে ভালো পারফর্ম করে চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবে টিম ইন্ডিয়া।
