IND vs WI, 1st ODI: একাদশে ছিলেন না, তাও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেললেন সঞ্জু স্যামসন! রইল প্রমাণ
Sanju Samson: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজের স্কোয়াডে রয়েছেন সঞ্জু স্যামসন। কিন্তু ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওডিআই ম্যাচে টিম ইন্ডিয়ার একাদশে তাঁর নাম ছিল না।
বার্বাডোজ: অ্যাকশনে মেন ইন ব্লু। কেনসিংটন ওভালে ভারত-ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) প্রথম ওডিআইতে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেলেন রোহিত শর্মারা। ওই ম্যাচে ভারতের একাদশে সুযোগ পাননি টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসন (Sanju Samson)। কিন্তু তারপরও তাঁকে দেখা গিয়েছিল মাঠে। সঞ্জু জাতীয় দলে নিয়মিত সুযোগ পান না। তবে সুযোগ পেলে তা কাজে লাগানোর চেষ্টা করেন। টিম ইন্ডিয়ার সীমিত ওভারের কোনও ম্যাচ হলেই সঞ্জুর ভক্তরা তাঁকে মাঠে দেখতে চান। এ বার তিনি একাদশে না থেকেও খেললেন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে। কিন্তু কীভাবে জানেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই এই প্রতিবেদনে।
একাদশে না থেকেও যে ভাবে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম ওডিআইতে ছিলেন সঞ্জু স্যামসন
আসলে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওডিআই ম্যাচ চলাকালীন দেখা যায়, সূর্যকুমার যাদব ৯ নং এবং সঞ্জু লেখা জার্সি পরে মাঠে নামেন। যা দেখে বেজায় খুশি হয়েছেন সঞ্জুর ভক্তরা। তবে সূর্যকুমার কেন সঞ্জুর জার্সি পরে নেমেছিলেন তা পরিষ্কার নয়। তবে এমনটা হতেই পারে যে, সূর্যর জার্সি না এসে পৌঁছনোর কারণে তিনি হয়তো সঞ্জুর জার্সি পরে মাঠে নেমেছিলেন। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে সূর্যর পরা সঞ্জু লেখা জার্সির ছবি। সঞ্জু স্যামসনের ভক্তরা এই নিয়ে একাধিক টুইটও করেছেন। রইল তার ঝলক —
#SuryaKumarYadav wearing #SanjuSamson ‘ s jersey, initially i felt sad for not including Sanju in the playing 11 but after seeing this i really felt happy for his fan base around their teammates. Respect for Sky and Love Sanju ❤️ pic.twitter.com/umb1lvclQT
— kalyan reddy (@kalyan_rdy) July 27, 2023
Sanju Samson did not get a place in the playing XI again today but Surya Kumar Yadav has won the hearts of the whole nation by wearing his jersey ?❤️.#SuryakumarYadav #SanjuSamson #INDvWI #IndiaVsWestIndies pic.twitter.com/Oz0sCjNuWg
— Syed Aamir Rizvi ?? (@a_amir4U) July 27, 2023
आज SKY कैसे भी खेलो हों पर जो उन का SANJU SAMSON का जर्सी पहन के ग्राउड पे आना कबीले तारीफ है |@surya_14kumar @IamSanjuSamson #INDvsWI #SanjuSamson #SuryakumarYadav pic.twitter.com/6bQkWF771r
— MD SAJID ALAM (@MrSajju77) July 27, 2023
উল্লেখ্য, ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওডিআইতে সহজে জিতেছে টিম ইন্ডিয়া। কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজার দাপুটে বোলিংয়ে ১১৪ রানে আটকে যায় ক্যারিবিয়ানরা। ১১৫ রানের টার্গেট তাড়া করতে তিন নম্বরে নেমে ২৫ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন সূর্যকুমার যাদব।