Shahbaz Ahmed, IPL 2025: খরুচে সামি, শাহবাজ আহমেদের বিধ্বংসী সেঞ্চুরিতে বাংলার জয়

Nov 23, 2024 | 8:23 PM

Syed Mushtaq Ali Trophy 2024-25: রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তনেই সাত উইকেট নিয়েছেন সামি। তেমনই ব্যাট হাতেও নজর কেড়েছেন। মুস্তাক আলির শুরুটা ভালো হল না। বিশেষ করে পাওয়ার প্লে-তে। তবে বিধ্বংসী সেঞ্চুরিতে বাংলাকে জেতালেন অকশনে থাকা আর এক ক্রিকেটার শাহবাজ আহমেদ।

Shahbaz Ahmed, IPL 2025: খরুচে সামি, শাহবাজ আহমেদের বিধ্বংসী সেঞ্চুরিতে বাংলার জয়
Image Credit source: CAB

Follow Us

আইপিএলের মেগা অকশন কাল থেকে। দু-দিনের অকশন। এ দিন নজর ছিল সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচগুলিতে। অনেক ক্রিকেটারই আইপিএলের অকশনে থাকছেন। ফলে আগের দিন মুস্তাক আলিতে নজর কাড়ায় লক্ষ্য ছিল। মার্কি প্লেয়ারদের তালিকায় রয়েছেন মহম্মদ সামি। দীর্ঘ এক বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন। রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তনেই সাত উইকেট নিয়েছেন সামি। তেমনই ব্যাট হাতেও নজর কেড়েছেন। মুস্তাক আলির শুরুটা ভালো হল না। বিশেষ করে পাওয়ার প্লে-তে। তবে বিধ্বংসী সেঞ্চুরিতে বাংলাকে জেতালেন অকশনে থাকা আর এক ক্রিকেটার শাহবাজ আহমেদ।

পঞ্জাবের বিরুদ্ধে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন বাংলা অধিনায়ক সুদীপ ঘরামি। যদিও পঞ্জাবের অভিষেক শর্মা-প্রভসিমরন সিংয়ের বিধ্বংসী জুটি বাংলাকে চাপে ফেলে। অভিষেককে দ্বিতীয় ওভারে ফেরান কনিষ্ক শেঠ। প্রভসিমরন ১৯ বলে ৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। সামি এক উইকেট নিলেও ৪ ওভারে ৪৬ রান দিয়েছেন। শাহবাজ আহমেদ ৩ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নেন। ১৭৯ রানেই অলআউট পঞ্জাব।

রান তাড়ায় প্রবল চাপে পড়ে বাংলা। মাত্র ১০ রানের মধ্যেই চার উইকেট। এখান থেকে বাংলার জয়ের আশা কার্যত জলে। কিন্তু ক্যাপ্টেন সুদীপ ঘরামি ও শাহবাজ জুটিতে অবিশ্বাস্য প্রত্যাবর্তন। সেঞ্চুরি জুটির পর স্টাম্প আউট সুদীপ (৪৩)। ঋত্বিক চট্টোপাধ্যায় ১৩ বলে ১৮ রান করেন। বাংলার জয়ের নায়ক শাহবাজ আহমেদ। ৪৯ বলে সেঞ্চুরি। শাহবাজ আহমেদের অপরাজিত সেঞ্চুরিতে ১ ওভার বাকি থাকতেই ৪ উইকেটে জয় বাংলার।

Next Article