Tilak Varma Record: টি-টোয়েন্টিতে সেঞ্চুরির হ্যাটট্রিক! ইতিহাস তিলক ভার্মার

Nov 23, 2024 | 12:56 PM

Syed Mushtaq Ali Trophy 2024-25: তালিকায় রয়েছেন হার্দিক পান্ডিয়া, শ্রেয়স আইয়ার, অর্শদীপ সিং, মহম্মদ সামিরা। তিলক ভার্মাকে রিটেন করেছে মুম্বই ইন্ডিয়ান্স। নিজেকে ম্যাচ ফিট রাখতে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে নেমেছিলেন। আর তাতেই ইতিহাস। টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরির হ্যাটট্রিক!

Tilak Varma Record: টি-টোয়েন্টিতে সেঞ্চুরির হ্যাটট্রিক! ইতিহাস তিলক ভার্মার
Image Credit source: PTI FILE

Follow Us

সদ্য দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরেছেন। তবে ক্রিকেট থেকে বিরতি নয়। ভারতীয় দলের তরুণ ক্রিকেটার নেমে পড়েছেন সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতায়। আরও অনেক তারকা ক্রিকেটারকেই বিকেলের ম্যাচে খেলতে দেখা যাবে। তালিকায় রয়েছেন হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং, মহম্মদ সামিরা। তিলক ভার্মাকে রিটেন করেছে মুম্বই ইন্ডিয়ান্স। নিজেকে ম্যাচ ফিট রাখতে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে নেমেছিলেন। আর তাতেই ইতিহাস। টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরির হ্যাটট্রিক!

দক্ষিণ আফ্রিকায় প্রথম ম্যাচে ক্যামিও ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ইনিংসে ২০ বলে ২০। চার নম্বরে ব্যাট করছিলেন তিলক। বেরহায় দ্বিতীয় ম্যাচের পর ক্যাপ্টেন স্কাইকে অনুরোধ করেছিলেন, যদি তিনে নামানো যায়। সেঞ্চুরিয়নে তিনে নামানো হয় তিলককে। সুযোগটা দুর্দান্ত কাজে লাগান। সেঞ্চুরি করেন তিলক। এরপর জোহানেসবার্গে চতুর্থ টি-টোয়েন্টিতেও সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের মধ্যে টানা দুটি টি-টোয়েন্টি সেঞ্চুরিতে ছুঁয়েছিলেন সঞ্জু স্যামসনকে।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এ দিন সকালের ম্যাচে নেমেছিল হায়দরাবাদ। রাজকোটে মেঘালয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ। তিনে নেমে মাত্র ৬৭ বলে ১৫১ রানের বিধ্বংসী ইনিংস তিলক ভার্মার। ১৪টি বাউন্ডারি এবং ১০টি ওভার বাউন্ডারি। স্ট্রাইকরেট ২২৫-এর বেশি। ইনিংসের শেষ বলে আউট হন তিলক।

এই খবরটিও পড়ুন

পুরুষ হোক বা মহিলা, প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরির হ্যাটট্রিক তিলক ভার্মার। তেমনই পুরুষদের ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০ প্লাস স্কোর। ২০২২ সালে সিনিয়র উইমেন্স টি-টোয়েন্টিতে ভারতের মহিলা ক্রিকেটার কিরন নবগিরে ১৬২ রানের ইনিংস খেলেছিলেন।

Next Article