Kapil Dev: মুম্বই টি-টোয়েন্টি লিগে যোগ দিলেন কপিল দেব, কোন ভূমিকায় তিরাশির বিশ্বজয়ী ক্যাপ্টেন?

আইপিএল শেষ হওয়ার পরের দিনই অর্থাৎ ২৬ মে শুরু হবে মুম্বই টি-টোয়েন্টি লিগ। এই লিগ ঘিরে উত্তেজনা ছড়াচ্ছে।

Kapil Dev: মুম্বই টি-টোয়েন্টি লিগে যোগ দিলেন কপিল দেব, কোন ভূমিকায় তিরাশির বিশ্বজয়ী ক্যাপ্টেন?
Kapil Dev: মুম্বই টি-টোয়েন্টি লিগে যোগ দিলেন কপিল দেব, কোন ভূমিকায় তিরাশির বিশ্বজয়ী ক্যাপ্টেন?Image Credit source: PTI

May 02, 2025 | 3:15 PM

ছ’বছর পরে শুরু হতে চলেছে মুম্বই টি-টোয়েন্টি লিগ। এর আগে ২টি মরসুম হয়েছিল মুম্বই প্রিমিয়ার লিগের। ২০১৯ সালে শেষ সংস্করণ হয়। এই বছর তৃতীয় সংস্করণ হতে চলেছে মুম্বই প্রিমিয়ার লিগের । বহু প্রতীক্ষিত এই লিগের তৃতীয় মরসুমের আগে সোবো মুম্বই ফ্যালকনস টিমের তরফ থেকে একটি ঘোষণায় জানানো হয়েছে যে, চলতি বছরে তাঁদের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে হলেন কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব। এই নতুন ভূমিকা নিয়ে ও দল নিয়ে কী বললেন কপিল দেব?

আইপিএল শেষ হওয়ার পরের দিনই অর্থাৎ ২৬ মে শুরু হবে মুম্বই টি-টোয়েন্টি লিগ। এই লিগ ঘিরে উত্তেজনা ছড়াচ্ছে। ভারতের অন্য়তম সেরা ক্রিকেট আইকন কপিল দেব। তিনি যে দলেই যোগ দিন না কেন, পুরো টুর্নামেন্টেই তাঁর আলোয় আলোকিত হবে। সোবো মুম্বই ফ্যালকনসের অ্যাম্বাসাডর হয়ে দলের প্রেয়ারদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন কপিল দেব।

উল্লেখ্য, মুম্বইয়ের সিনিয়র দলের কোচ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং কোচ ওমকার সালভিকে সোবো মুম্বই ফ্যালকনসের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। প্রচুর অভিজ্ঞতা এবং ক্রিকেটীয় দক্ষতা রয়েছে ওমকার সালভির। ক্রিকেট মহল বলছে, তাঁর অভিজ্ঞতা সোবো মুম্বই ফ্যালকনসকে একটি ব্যালান্সড দল তৈরি করতে সাহায্য করবে।

দলের ব্র্য়ান্ড অ্যাম্বাসাডর হওয়ার পর তিরাশির বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব বলেছেন, ‘মুম্বই দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটের হৃদয় এবং আত্মা। মুম্বই টি-টোয়েন্টি লিগে সোবো মুম্বাই ফ্যালকনস যখন তাদের সফল শুরু করছে, সেই সময় ওদের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত। ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আমি দলের তরুণদের পথ দেখাতে এসেছি। খেলোয়াড়দের মধ্যে কঠোর পরিশ্রম, আবেগ এবং সাধনার মূল্যবোধ জাগিয়ে তুলতে এসেছি। মুম্বই টি-টোয়েন্টি লিগ দারুণ একটি প্ল্যাটফর্ম। এবং আমার কোনও সন্দেহ নেই যে দলটি লিগে তাদের ছাপ ফেলবে।’