Ajinkya Rahane: হঠাৎই দল ছাড়ছেন অজিঙ্ক রাহানে! নেতৃত্বে নতুন মুখ
T20 Mumbai League: কেকেআরে নানা ইতিবাচক দিক ছিল। তরুণ ব্যাটার অংকৃষ রঘুবংশী দুর্দান্ত পারফর্ম করেছেন। তেমনই কেকেআরের অভিজ্ঞ ব্যাটার তথা ক্যাপ্টেন অজিঙ্ক রাহানেও ধারাবাহিক ভালো পারফর্ম করেছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণ শেষ। দীর্ঘ দু-মাসেরও বেশি সময়ের লড়াই শেষে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার ট্রফি জিতেছে তারা। গত বার অর্থাৎ ২০২৪ সালের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এ বার প্লে-অফেই জায়গা করে নিতে পারেনি। এর মধ্যেও কেকেআরে নানা ইতিবাচক দিক ছিল। তরুণ ব্যাটার অংকৃষ রঘুবংশী দুর্দান্ত পারফর্ম করেছেন। তেমনই কেকেআরের অভিজ্ঞ ব্যাটার তথা ক্যাপ্টেন অজিঙ্ক রাহানেও ধারাবাহিক ভালো পারফর্ম করেছেন।
আইপিএল শেষে বিভিন্ন রাজ্য সংস্থার টি-টোয়েন্টি লিগ শুরু হচ্ছে। তেমনই দীর্ঘ ৬ বছর পর ফিরেছে মুম্বই টি-টোয়েন্টি লিগ। সেখানেই নেতৃত্ব দেওয়ার কথা ছিল রাহানের। মুম্বই টি-টোয়েন্টি লিগে আইকন প্লেয়ার রাহানে। বান্দ্রা ব্লাস্টার্সের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁর। যদিও অজ্ঞাত কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন রাহানে। অভিজ্ঞ অজিঙ্ক রাহানের পরিবর্তে কিপার-ব্যাটার আকাশ আনন্দ নেতৃত্ব দেবেন বান্দ্রা ব্লাস্টার্সের। টিমের হেড কোচ এ কথা নিশ্চিত করেছেন।
আদৌ তাঁকে টুর্নামেন্টে পাওয়া যাবে কি না নিশ্চিত নন বান্দ্রা ব্লাস্টার্সের কোচও। মুম্বইয়ের একটি সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, রাহানের তরফে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। তাঁকে পাওয়ার ব্যপারে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
