T20 World Cup 2021 India vs Scotland Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন টি-২০ বিশ্বকাপে ভারত বনাম স্কটল্যান্ডের ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 08, 2021 | 9:10 AM

শুক্রবারের ডাবল হেডার ম্যাচের দ্বিতীয়টিতে মুখোমুখি হতে চলেছে বিরাট কোহলির ভারত (India) ও কাইল কোয়ের্টজারের স্কটল্যান্ড (Scotland)।

T20 World Cup 2021 India vs Scotland Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন টি-২০ বিশ্বকাপে ভারত বনাম স্কটল্যান্ডের ম্যাচ
ভারত বনাম স্কটল্যান্ড

Follow Us

দুবাই: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২ (Super 12) এ আজ, শুক্রবারের ডাবল হেডার ম্যাচের দ্বিতীয়টিতে মুখোমুখি হতে চলেছে বিরাট কোহলির ভারত (India) ও কাইল কোয়ের্টজারের স্কটল্যান্ড (Scotland)। কোহলিব্রিগেডের কাছে আজকের ম্যাচে বড় ব্যাবধানে জয় যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ড বনাম নামিবিয়া ম্যাচ। কারণ নিউজিল্যান্ড হারলে ভারতের শেষ চারের রাস্তা সহজ হবে। দুবাইয়ে স্কটল্যান্ডের বিরুদ্ধে আজ সন্ধ্যেয় নামার আগে দুপুরে শারজায় নামিবিয়ার বিপক্ষে নামবে নিউজিল্যান্ড। সে ম্যাচে ফল অন্যরকম হবে, এমনটা অতি বড় ভারতীয় সমর্থকরাও অবশ্য আশা করেন না। তবে টিম ইন্ডিয়ার নজর রয়েছে রবিবারের কিউয়ি বনাম আফগান ম্যাচে। তবে, আপাতত আজকের ম্যাচে টিম ইন্ডিয়াকে জিততে তো হবেই, কিন্তু শুধু জিতলে চলবে না। জিততে হবে বড় ব্যবধানে। এ বারের টুর্নামেন্টে দুটি ম্যাচে হারার পর একটিতে জিতেছে ভারত। তাই সেমির দৌড়ে দিকে রয়েছেন কোহলিরা। আজ প্রতিপক্ষ স্কটল্যান্ড। ভারত অধিনায়কের আজ জন্মদিনও। দুবাইতে আজ ২ পয়েন্ট তুলে নেওয়াই মূল লক্ষ্য কোহলিদের। ২২ গজে ভিকের একটা বড় রানের ঝকঝকে ইনিংস, তারপর ম্যাচ জয়… তবে তো জন্মদিনের সেলিব্রেশনটা জমবে।

ভারত বনাম স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কবে হবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম স্কটল্যান্ড ম্যাচটি আজ শুক্রবার (৫ নভেম্বর) হবে।

ভারত বনাম স্কটল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কোথায় হবে?

ভারত বনাম স্কটল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম স্কটল্যান্ড ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে ভারত বনাম স্কটল্যান্ড ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টায় টস হবে।

কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম স্কটল্যান্ড ম্যাচের লাইভ স্ট্রিমিং?

টি-২০ বিশ্বকাপে ভারত বনাম স্কটল্যান্ড ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং।

আরও পড়ুন: T20 World Cup 2021: ম্যাচের পর বিরাটকে ড্রেসিংরুমে পেতে চায় স্কটল্যান্ড শিবির

আরও পড়ুন: T20 World Cup 2021 New Zealand vs Namibia Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম নামিবিয়ার ম্যাচ

আরও পড়ুন: T20 World Cup 2021: ভারতীয় ওপেনারদের ছন্দে ফিরতে দেখে খুশি সচিন

Next Article