T20 World Cup 2021: ম্যাচের পর বিরাটকে ড্রেসিংরুমে পেতে চায় স্কটল্যান্ড শিবির

কাইল কোয়েটজাররা (Kyle Coetzer) চান আইপিএলে খেলার সুযোগ। বিশ্বের যে কোনও প্রান্তে খেলার সুযোগ তাঁদের অনেক কিছু শেখাতে পারে। ''বিশ্বের নানা প্রান্তে খেলি আমরা। কিন্তু এখনও আইপিএলে খেলার সুযোগ আসেনি। আশা করি একদিন আমরাও ভারতের টি-২০ লিগে খেলার সুযোগ পাব।

T20 World Cup 2021: ম্যাচের পর বিরাটকে ড্রেসিংরুমে পেতে চায় স্কটল্যান্ড শিবির
টি-২০ বিশ্বকাপ থেকে অভিজ্ঞতার ঝুলি নিয়ে ফিরতে চায় স্কটল্যান্ড দল। সৌ: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2021 | 9:47 AM

দুবাই: প্রতিপক্ষে যে থাকবে তাকে চেপে ধরার চেষ্টা করতে হবে। কিন্তু সুপারস্টারদের থেকে শিখতে হবে। এবারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) এই মন্ত্র নিয়েই খেলতে এসেছে স্কটল্যান্ড (Scotland) শিবির। আজ বিশ্বকাপের মূল পর্বে চার নম্বর ম্যাচ স্কটিশদের। প্রতিপক্ষ ক্রিকেট বিশ্বের জায়েন্ট ভারত (India)। বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে টস করতে নামবেন কাইল কোয়েটজার (Kyle Coetzer)। এর আগে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসের সঙ্গে টস করেছেন। কাইলের কাছে এই মুহূর্তগুলো লকারে তুলে রাখার মতো। বিরাট-কেনদের মতো বর্তমান ক্রিকেটের সেরাদের সঙ্গে খেলা, তাদের থেকে শেখা, এটাই তো চেয়েছিলেন তাঁরা। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষকে চেপে ধরতে চান স্কটিশরা। মাঠের লড়াইয়ে প্রতিপক্ষকে কোনও জায়গা ছাড়া যাবে না। কিন্তু ম্যাচের পর যদি বিরাট কোহলি তাঁদের ড্রেসিংরুমে আসেন? যদি কথা বলেন তাঁদের সঙ্গে? স্বপ্ন যেন সত্যি হবে। তাই ম্যাচের আগেই ভারত অধিনায়ককে ড্রেসিংরুমে আসার বার্তা দিয়ে রাখলেন স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েটজার।

তিনটি ম্যাচের তিনটিতেই হারতে হয়েছে স্কটল্যান্ডকে। আজ ভারতের সঙ্গে খেলার পর রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ কাইলদের। বিরাট কোহলি সঙ্গে টস করবেন, বলছেন, ”বিরাটের পাশে দাঁড়িয়ে টস করাটা শুধু আমার নয় যে কোনও ক্রিকেটারের কাছে একটা বড় মুহূর্ত। বিরাট আমাদের কাছে আদর্শ। কি দুরন্ত ভাবে ব্যাটিং করতে পারে ও! কেনের সঙ্গে হাত মেলানোর সুযোগ পেয়েছি। এই মুহূর্তগুলো মনে রাখার মতো। বিরাটের সঙ্গে কখনও কথা বলার সুযোগ হয়নি। ক্রিকেটের একজন অ্যাম্বাসাডর। আমি চাই আমাদের ছেলেরা ওঁর সঙ্গে কথা বলার সুযোগ পাক। বিরাট-উইলিয়ামসন বা রশিদ খান, আমাদের শেখার জন্য ওদের সঙ্গে কথা বলাটাই সেরা উপায়। আমরা মাঠে ভারতীয় দলকে চাপে ফেরা চেষ্টা করব। কঠিন চ্যালেঞ্জ আমাদের সামনে।”

আইপিএলে আগামী বছর আরও দুটো দল খেলবে। কাইল কোয়েটজাররা চান আইপিএলে খেলার সুযোগ। বিশ্বের যে কোনও প্রান্তে খেলার সুযোগ তাঁদের অনেক কিছু শেখাতে পারে। ”বিশ্বের নানা প্রান্তে খেলি আমরা। কিন্তু এখনও আইপিএলে খেলার সুযোগ আসেনি। আশা করি একদিন আমরাও ভারতের টি-২০ লিগে খেলার সুযোগ পাব। হয়তো একটু সময় লাগছে। কিন্তু তার আগে আমাদেরও নিজেদের ক্রিকেটের উন্নতি করতে হবে। যারা খেলতে চায় তাদের ফোকাসটা শুধুই ক্রিকেটার ওপর রাখাটা ভীষণ জরুরি।

আরও পড়ুন : T20 World Cup 2021 New Zealand vs Namibia Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম নামিবিয়ার ম্যাচ

আরও পড়ুন : Unmukt Chand : প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে উন্মুক্ত চাঁদ