আবু ধাবি: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এর (Super 12) একাদশতম দিনে আবু ধাবিতে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা (South Africa) ও মাহমুদুল্লাহের বাংলাদেশ (Bangladesh)। সুপার-১২ এ এখনও পর্যন্ত তিনটি করে ম্যাচে খেলেছেন বাভুমা-মাহমুদুল্লাহরা। প্রোটিয়ারা অজিদের কাছে হেরে এ বারের বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল। তারপর ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে হারিয়েছেন বাভুমারা। এবং সেমিফাইনালে লড়াইয়ে নিজেদের টিকিয়ে রেখেছেন ডি’ককরা। অন্যদিকে সুপার-১২-এর লিটনদের হারের হ্যাটট্রিক হয়ে গিয়েছে। একটা ম্যাচেও না জেতা বাংলাদেশে শেষ দুটো ম্যাচ খেলতে নামবে সম্মান রক্ষার জন্য। তাতেও টাইগারদের চাপ কম থাকছে না। কারণ তাঁদের সেরা তারকা সাকিব আল হাসান শেষ দুই ম্যাচে খেলবেন না হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে। আবু ধাবিতে ২ পয়েন্ট কারা তুলে নেবে সেদিকেই বিশেষ নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কবে হবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচটি আজ মঙ্গলবার (২ নভেম্বর) হবে।
দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কোথায় হবে?
দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বিকেল ৩.৩০ মিনিটে। ম্যাচের আগে ৩টে নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচের লাইভ স্ট্রিমিং?
টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আরও পড়ুন: T20 World Cup 2021: আজ টাইগারদের সামনে প্রোটিয়া চ্যালেঞ্জ