T20 World Cup 2021: আজ টাইগারদের সামনে প্রোটিয়া চ্যালেঞ্জ
মঙ্গলবার বাংলাদেশ ম্যাচের পর শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। হিসেব বলছে এই গ্রুপে রানরেট একটা বড় ফ্যাক্টর হবে। বাংলাদেশকে তাই বড় ব্যাবধানে হারিয়ে সেই রাস্তাটা পরিষ্কার করে রাখতে চাইবেন তেম্বা বাভুমারা।
আবু ধাবি: একটা দল হারের হ্যাটট্রিক করে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) বাইরে। অন্য দল প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের পর ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে প্রবল ভাবে ফিরে এসেছে। আজ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা (South Africa vs Bangladesh)। টুর্নামেন্টে বাংলাদেশকে সব থেকে বেশি ভুগিয়েছে তাদের ব্যাটিং। উল্টো দিকে দক্ষিণ আফ্রিকার মূল অস্ত্র তাদের বোলিং। টি-২০ ক্রিকেটে বর্তমানে বিশ্বের এক নম্বর বোলার তাবরেজ সামসি যেমন আছেন, আছেন কাগিসো রাবাডা থেকে অনরিখ নর্টজে। বল হাতে জ্বলে উঠেছেন ডাউইন প্রিটোরিয়াসও। তাই মঙ্গলবারের লড়াইটা মূলত বাংলাদেশে (Bangladesh) ব্যাটিং বনাম দক্ষিণ আফ্রিকার (South Africa) বোলিংয়ের লড়াই। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে উইকেট কিপার কুইন্টন ডি’কককে (Quinton De Kock) নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তৃতীয় ম্যাচের আগে সেই বিতর্ক মিটিয়ে মাঠে ফিরেছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা শিবিরের খবর, এই বিতর্কিত অধ্যায় তাদের দলের ক্রিকেটারদের মানসিক ভাবে আরও কাছাকাছি নিয়ে এসেছে। তৈরি হয়েছে লড়াই করার মানসিকতা।
লড়াই যে প্রোটিয়া টিম করবে, সেটা বোঝা গিয়েছে আগের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধেই। ওয়াহিন্দু হাসারাঙ্গার হ্যাটট্রিক সত্ত্বেও ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। অনেক দিন পর আবার ছন্দে পাওয়া গিয়েছে তাদের ব্যাটার ডেভিড মিলারকে। ক্রিকেট বিশ্বে যিনি ‘মিলার-কিলার’ নামে পরিচিত। সেই আগ্রাসী মোডেই আবার ২২ গজে ফিরেছেন তিনি। আইসিসি যে কোনও টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার পরিচয় চোকার্স নামে। ২০১৯ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তারা। এ বারের টি-২০ বিশ্বকাপে তেম্বা বাভুমার দলকে নিয়ে প্রত্যাশা আছে সে দেশের মানুষের। সেই চাপ নিয়েই এ বার ভালো খেলতে মরিয়া দক্ষিণ আফ্রিকা।
প্রত্যাশার চাপ বাংলাদেশের ওপরও কিছু কম ছিল না। কিন্তু বাংলাদেশ তা পূরণে চূড়ান্ত ব্যর্থ। যে দলটা কিছুদিন আগে অস্ট্রেলিয়াকে টি-২০ সিরিজে হারিয়েছে, তারা একটাও ম্যাচ জিততে পারেনি টি-২০ বিশ্বকাপের মূল পর্বে। বিশ্বকাপের বাকি ম্যাচগুলো তাদের কাছে এখন সম্মান রক্ষার লড়াই। কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। হ্যামস্ট্রিংয়ের চোটে বিশ্বকাপের বাইরে দলের শীর্ষ তারকা সাকিব আর হাসান। এমনিতেই ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগে নাজেহাল অবস্থা মাহমুদুল্লাহর দলের। তার ওপর সাকিব না থাকায় কোনও বোলিং ও ব্যাটিংয়ের ব্যালেন্সও নষ্ট হয়েছে সন্দেহ নেই।
মঙ্গলবার বাংলাদেশ ম্যাচের পর শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। হিসেব বলছে এই গ্রুপে রানরেট একটা বড় ফ্যাক্টর হবে। বাংলাদেশকে তাই বড় ব্যাবধানে হারিয়ে সেই রাস্তাটা পরিষ্কার করে রাখতে চাইবেন তেম্বা বাভুমারা। অন্য দিকে, আজকের পর বাংলাদেশ বৃহস্পতিবার তাদের শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
আরও পড়ুন: T20 World Cup: বিরাটদের দুর্বল মানসিকতাই হারের অন্যতম কারণ, বলছেন কপিল