শারজা: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এর (Super 12) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে দাসুন শানাকার শ্রীলঙ্কা (Sri Lanka) ও মাহমুদুল্লাহর (Bangladesh) বাংলাদেশ। বিশ্বকাপের যোগ্যতা পর্বে নামিবিয়া, আয়ার্ল্যান্ড, নেদারল্যান্ডসের বিরুদ্ধে চমৎকার পারফর্ম করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ কিন্তু যোগ্যতা পর্বের প্রথম ম্যাচ হেরে তীব্র সমালোচনার মুখে পড়েছিল। সেখান থেকে সাকিবের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে টিম। দুটো ম্যাচেই পর পর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন সাকিব। কিন্তু তাঁকে আর মাহমুদুল্লাহকে বাদ দিলে সে ভাবে বাকি টিমে সাফল্য পায়নি। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ধারাবাহিকতা খুঁজে পেতে হবে তাদের। মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিমদের মতো প্লেয়াররা যদি সেরাটা দিতে পারেন, তা হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে জেতার স্বপ্ন দেখতে পারবে বাংলাদেশ।
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কবে হবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচটি আজ রবিবার (২৪ অক্টোবর) হবে।
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কোথায় হবে?
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি শারজা ক্রিকেট স্টেডিয়ামে হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বিকেল ৩.৩০ মিনিটে। ম্যাচের আগে ৩টে নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচের লাইভ স্ট্রিমিং?
টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আরও পড়ুন: T20 World Cup 2021: পাকিস্তানের বিরুদ্ধে ‘আরও তেরো’র গল্প সাজাচ্ছে বিরাটের ভারত