পাকিস্তান ক্রিকেট টিমের এখন জোড়া প্রার্থনা। এক তো প্রকৃতির কাছে। কোনও ভাবেই যাতে ম্যাচ ভেস্তে না যায়। দ্বিতীয় প্রার্থনা, ম্যাচ হলে আয়ারল্যান্ড যেন জেতে। সব দিক থেকেই হতাশার পরিস্থিতি পাকিস্তান শিবিরে। দুটোর একটি মিস হলেও পাকিস্তানের বিদায় নিশ্চিত। সেক্ষেত্রে লিগ পর্বে তাদের শেষ ম্যাচটা শুধুই নিয়মরক্ষার হয়ে দাঁড়াবে। সেই ম্যাচটিও হবে কি না, নিশ্চয়তা নেই। আর আজ যদি ম্যাচ হয় এবং আয়ারল্যান্ড জেতে, পরের ম্যাচ অবধি লাইফলাইন পাবেন বাবর আজমরা। গ্রুপ এ-র সুপার এইটের বিস্তারিত অঙ্ক জেনে নিন বিস্তারিত।
গ্রুপ এ থেকে প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। জয়ের হ্যাটট্রিক করেই ফ্লোরিডায় পাড়ি দিয়েছেন রোহিত শর্মারা। লিগের শেষ ম্যাচ ভারতের কাছে সুপার এইটের ওয়ার্ম ছাড়া কিছুই নয়। গ্রুপ এ-তে শীর্ষে রয়েছে ভারত। তিন ম্যাচে ফুল ৬ পয়েন্ট এবং নেট রান রেট প্লাস ১.১৩৭। দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বকাপের অন্যতম আয়োজক আমেরিকা। প্রথম দু-ম্যাচ জিতেছিল তারা। নেট রান রেটে অনেকটাই এগিয়ে ছিল। যদিও ভারতের কাছে হারে নেট রান রেটে কিছুটা অবনতি হয়েছে। তিন ম্যাচে ৪ পয়েন্টের পাশাপাশি তাদের নেট রান রেট ০.১২৭।
ভারতের কাছে হারের আগে নেট রান রেটে পাকিস্তানের তুলনায় এগিয়ে ছিল আমেরিকা। তবে পয়েন্টে এখনও আমেরিকাই এগিয়ে। পাকিস্তান একটি মাত্র জয় পেয়েছে। গত ম্যাচে কানাডাকে হারানোর পর তাদের এখন ২ পয়েন্ট এবং নেট রান রেট ০.১৯১। আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামছে আমেরিকা। ম্যাচ জিতলে তাদের ৬ পয়েন্ট হবে। সুতরাং, পয়েন্টের দিক থেকেই ছিটকে যাবে পাকিস্তান। কারণ, তাদের মাত্র একটি ম্যাচই বাকি, ফলে ৪ পয়েন্টের উপর পৌঁছনো সম্ভব নয়। আজ যদি আমেরিকা ও আয়ারল্যান্ড ম্যাচ ফ্লোরিডার বন্যা-বৃষ্টিতে ভেস্তে যায়, সেক্ষেত্রে পয়েন্ট ভাগ হবে। তাতে আমেরিকা ৫ পয়েন্ট হবে এবং সুপার এইটে পৌঁছে যাবে। পাকিস্তানের বিদায় হয়ে যাবে।
ফ্লোরিডায় যদি ম্যাচ হয় এবং আয়ারল্যান্ড দুর্দান্ত পারফরম্যান্সে আমেরিকাকে হারিয়ে দেয় তা হলে ৪ পয়েন্টেই থাকবে আমেরিকা। এরপর অপেক্ষা পাকিস্তান বনাম আয়ারল্যান্ড ম্যাচে। সেই ম্যাচটি ভেস্তে গেলে পয়েন্ট ভাগ হবে। সেক্ষেত্রে পাকিস্তানের পয়েন্ট হবে তিন। ফলে আমেরিকা সুপার এইটে যাবে। আর যদি ম্যাচ হয় এবং পাকিস্তান জেতে, পয়েন্ট হবে ৪। নেট রান রেটে আমেরিকার থেকে ভালো জায়গায় থাকার সুবাদে সুপার এইটে যেতে পারে পাকিস্তান।
সুতরাং, বলাই যায় পাকিস্তানের প্রাণভোমরা আয়ারল্যান্ড টিম এবং ফ্লোরিডার আবহাওয়ায়। ম্যাচ হতেই হবে এবং আয়ারল্যান্ডকে জিততে হবে। না হলে কোনও অঙ্কই আর পাকিস্তানকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে পারবে না। ফ্লোরিডার বন্যা এবং নানা পরিস্থিতি থেকে বলাই যায়, পাকিস্তানের সম্ভাবনা ১ পারসেন্ট!