Ravichandran Ashwin: টেস্টে বাবা-ছেলের উইকেট, অনন্য নজির অশ্বিনের

IND vs WI 2023 1st Test: রবিচন্দ্রন অশ্বিনের সৌজন্যে আরও একবার সোশ্যাল মিডিয়ায় এই লাইন। নেপথ্য! টেস্ট ক্রিকেটে বাবা এবং ছেলেকে আউটের অনন্য নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন।

Ravichandran Ashwin: টেস্টে বাবা-ছেলের উইকেট, অনন্য নজির অশ্বিনের
Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Jul 12, 2023 | 10:06 PM

দশ বছরের চ্যালেঞ্জ! সোশ্যাল মিডিয়ায় অতীতে ভাইরাল হয়েছিল এই চ্যালেঞ্জ। রবিচন্দ্রন অশ্বিনের সৌজন্যে আরও একবার সোশ্যাল মিডিয়ায় এই লাইন। নেপথ্য! টেস্ট ক্রিকেটে বাবা এবং ছেলেকে আউটের অনন্য নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় বোলারদের মধ্যে এই রেকর্ড আর কারও ছিল না। ডমিনিকায় তেজনারায়ণ চন্দ্রপলকে ফিরিয়ে এই নজির অশ্বিনের। তালিকায় আর কারা রয়েছেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বর্তমান ভারতীয় দলের রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা এবং বিরাট কোহলি খেলেছেন শিবনারায়ণ চন্দ্রপলের বিরুদ্ধে। এ বার ওয়েস্ট ইন্ডিজ টিমে রয়েছেন তেজনারায়ণ চন্দ্রপল। ২০১৩ সালে বাবা শিবনারায়ণকে আউট করেছিলেন অশ্বিন। বছর দশেক পর ছেলে তেজনারায়ণের বিরুদ্ধে বোলিং এবং উইকেটও নিলেন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে একঝাঁক তরুণ ক্রিকেটার। সংক্ষিপ্ত টেস্ট কেরিয়ারে নজর কেড়েছেন তেজনারায়ণ। অস্ট্রেলিয়ায় গিয়ে ডবল সেঞ্চুরিও করেছিলেন। ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে বাড়তি নজর তাঁর দিকে। প্রথম ইনিংসে অবশ্য বড় ইনিংস এল না।

ডমিনিকায় প্রথম দিন নবম ওভারেই অশ্বিনকে আক্রমণে আনেন রোহিত শর্মা। নিজের স্পেলের তৃতীয় ওভারেই ক্লাসিক অফস্পিনে ফেরালেন বাঁ হাতি ব্যাটার তেজনারায়ণ চন্দ্রপলকে। এ যেন বাবা-ছেলেকে আউট করার দশ বছরের চ্যালেঞ্জ। ব্যাট-প্যাডের গ্যাপে বোল্ড করেন অশ্বিন। ভারতীয় বোলারদের মধ্যে এই নজির কারও ছিল না। ক্রিকেটে বিশ্বে অশ্বিনের আগে এই নিজের ছিল চার বোলারের।

ল্যান্স এবং তাঁর ছেলে ক্রিস কেয়ার্নসকে আউট করেছেন কিংবদন্তি ইয়ান বথাম। এই জুটিকে আউটের নজির রয়েছে পাকিস্তানের বাঁ হাতি পেসার ওয়াসিং আক্রমের। তেমনই শিবনারায়ণ এবং তেজনারায়ণকে আউটের কৃতিত্ব ছিল মিচেল স্টার্ক এবং সাইমন হার্মারের। এ বার এই তালিকায় নাম লেখালেন রবি অশ্বিনও।