Tanush Kotian: অশ্বিনের বদলি খুঁজে নিল ভারত, কে এই তনুষ?

India vs Australia: ভারতীয় টেস্ট টিমে সুযোগ পাওয়ার পর উচ্ছ্বসিত তনুষ। তিনি টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, 'ভীষণ খুশি। টিমের সঙ্গে যোগ দিতে পারলে আরও অনেক কিছু শিখতে পারব।'

Tanush Kotian: অশ্বিনের বদলি খুঁজে নিল ভারত, কে এই তনুষ?
তনুষ কোটিয়ান Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2024 | 8:15 PM

কলকাতা: রবিচন্দ্রন অশ্বিনের বদলি কে হবেন ভারতীয় টেস্ট টিমে? ওয়াশিংটন সুন্দরের পাশাপাশি নতুন মুখ বেছে ফেললেন নির্বাচকরা। ২৬ বছরের এক অফস্পিনার-অলরাউন্ডারকে অশ্বিনের বদলি হিসেবে দেখা যাবে টেস্ট টিমে। অস্ট্রেলিয়া সফরের তিনটে টেস্ট হয়ে গিয়েছে। গাব্বা টেস্টে অশ্বিন নিয়েছেন আচমকা অবসর। দলের সঙ্গে রবীন্দ্র জাডেজা, সুন্দর আছেন ঠিকই, নতুন স্পিনারের খোঁজও চলছিল। সেই মতো মুম্বইয়ের এক স্পিনার শেষ দুটো টেস্টের জন্য অস্ট্রেলিয়া উড়ে যাবেন। তিনি তনুষ কোটিয়ান (Tanush Kotian)। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন। অস্ট্রেলিয়া সফরে দুটো টেস্ট বাকি। তাতে খেলার সুযোগ পাবেন তনুষ, তা মনে হয় না। তবে দলের সঙ্গে থাকলে অভিজ্ঞতা বাড়বে, এই ভাবনা থেকেই দ্রুত নিয়ে যাওয়া হল অস্ট্রেলিয়ায়।

কে এই তনুষ? গত বছর মুম্বইয়ের রঞ্জিজয়ী দলের সদস্য। বল হাতে নিয়েছিলেন ২৯টা উইকেট। পাশাপাশি ব্যাটের হাতও বেশ ভালো। একটা সেঞ্চুরি সহ কিছু হাফসেঞ্চুরিও করেছিলেন। তনুষের মধ্যে দিয়ে একটা জিনিস পরিষ্কার, স্পিনার যেই হোন না কেন, তাঁর ব্যাটের হাত ভালো হতে হবে। সে দিক থেকে তনুষের থেকে ভালো স্পিনার-অলরাউন্ডার এই মুহূর্তে নেই। এই মুহূর্তে মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে ব্যস্ত তনুষ। আমেদাবাদ থেকে দ্রুত মুম্বই ফিরছেন তিনি। কালই উড়ে যাবেন অস্ট্রেলিয়া।

এই খবরটিও পড়ুন

ভারতীয় টেস্ট টিমে সুযোগ পাওয়ার পর উচ্ছ্বসিত তনুষ। তিনি টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, ‘ভীষণ খুশি। টিমের সঙ্গে যোগ দিতে পারলে আরও অনেক কিছু শিখতে পারব।’ ভারতীয় টিম এখন রদবদলের মধ্যে দিয়ে যাচ্ছে। সিনিয়ররা একে একে অবসর নিয়ে নিচ্ছেন। অচিরেই হয়তো রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজারাও টেস্ট টিম থেকে সরে দাঁড়াবেন। তনুষদের মতো নতুন মুখরাই একে একে জায়গা করে নেবেন টিমে।