IPL: ২০২৮ অবধি টাটাই থাকছে IPL স্পনসর, কত টাকার চুক্তি হল?

Tata IPL Sponsor: প্রথম বার ২০২২ সালে আইপিএলে স্পনসর হয়েছিল টাটা। তার আগে আইপিএলের স্পনসর ছিল ভিভো। ২০২২ সালের আইপিএলের আগে চিনের ওই সংস্থা বিভিন্ন কারণে আইপিএলের স্পনসরশিপ ছেড়ে দেয়। ২০১৮ সালে আইপিএলের জন্য চিনা সংস্থা ভিভো ৫ বছরের জন্য স্পনসরের দায়িত্ব পেয়েছিল। তারপর থেকে ভিভোর জায়গায় দুটো মরসুম টাটা আইপিএলের স্পনসর হয়।

IPL: ২০২৮ অবধি টাটাই থাকছে IPL স্পনসর, কত টাকার চুক্তি হল?
IPL: ২০২৮ অবধি টাটাই থাকছে IPL স্পনসর, কত টাকার চুক্তি হল?Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 20, 2024 | 3:49 PM

কলকাতা: ভারতীয় ক্রিকেট প্রেমীরা বছর ভর টিম ইন্ডিয়াকে (Team India) বিভিন্ন দেশের সঙ্গে ভিন্ন ভিন্ন ফর্ম্যাটে খেলতে দেখার অপেক্ষায় থাকে। পাশাপাশি প্রতি বছরই ক্রিকেটের বিভিন্ন মেগা ইভেন্টে পারফর্ম করতে দেখা যায় টিম ইন্ডিয়াকে। দেশের ক্রিকেট প্রেমীরা এ ছাড়াও আইপিএলের (IPL) অপেক্ষায় থাকেন। এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে দেখা যাবে টাটা গ্রুপেরই নাম। শুধু চব্বিশের আইপিএলেই নয়, এখন থেকে ২০২৮ সাল অবধি টাটা গ্রুপের সঙ্গে চুক্তি হয়ে গেল বিসিসিআইয়ের। অর্থাৎ আগামী ৫ বছর আইপিএলের স্পনসর থাকছে টাটাই (Tata)। রেকর্ড টাকায় টাটার সঙ্গে বোর্ডের চুক্তি হয়েছে।

প্রথম বার ২০২২ সালে আইপিএলে স্পনসর হয়েছিল টাটা। তার আগে আইপিএলের স্পনসর ছিল ভিভো। ২০২২ সালের আইপিএলের আগে চিনের ওই সংস্থা বিভিন্ন কারণে আইপিএলের স্পনসরশিপ ছেড়ে দেয়। ২০১৮ সালে আইপিএলের জন্য চিনা সংস্থা ভিভো ৫ বছরের জন্য স্পনসরের দায়িত্ব পেয়েছিল। তারপর থেকে ভিভোর জায়গায় দুটো মরসুম টাটা আইপিএলের স্পনসর হয়।

এর আগে টাটা গ্রুপের সঙ্গে বোর্ডের ৩৬৯ কোটি টাকার চুক্তি হয়েছিল। নতুন চুক্তিতে তার পরিমাণ বেড়েছে। এ বার থেকে প্রতি বছর টাটা বোর্ডকে ৫০০ কোটি টাকা দেবে। অর্থাৎ আগামী ৫ বছরের জন্য টাটার সঙ্গে বোর্ড ২৫০০ কোটি টাকার চুক্তি করেছে। শোনা গিয়েছে, আদিত্য বিড়লা গ্রুপও সমপরিমাণ অর্থ দিতে তৈরি ছিল বোর্ডকে। কিন্তু টাটা যেহেতু এখন আইপিএলের স্পনসর তাই বোর্ড টাটার সঙ্গেই আগামী ৫ বছর ফের সম্পর্ক মজবুত করার সিদ্ধান্ত নিল। বিসিসিআই চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছে, স্পনসরশিপের এই রেকর্ড ব্রেকিং ডিলই প্রমাণ করে আইপিএলের জনপ্রিয়তা কতটা বেড়েছে।