
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮টি সংস্করণ হয়েছে। সেই ২০০৮ সালে শুরু হয়েছিল ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সময়ের সঙ্গে নানা পরিবর্তন হয়েছে। নানা দল এদিক-ওদিক হয়েছে। আট দলের টুর্নামেন্ট দশ দলের করা হয়েছে। ২০২২ সালে দুটি নতুন দল হিসেবে যোগ দিয়েছিল লখনউ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স। তেমনই নানা বদলের মধ্যে রয়েছে আকাশছোঁয়া সম্প্রচার স্বত্বও। তবে এ বার ক্রিকেট প্রেমীদের জন্য কিছুটা হলেও অস্বস্তির খবর। বিশেষ করে যাঁরা মাঠে গিয়ে আইপিএলের ম্যাচ দেখতে পছন্দ করেন। আগামী মরসুম থেকে আইপিএলের টিকিট আরও দামী হতে চলেছে।
কেন্দ্রের তরফে নতুন ঘোষণা হয়েছে। আইপিএল টিকিটে এতদিন ২৮ শতাংশ জিএসটি ছিল। সেটা বাড়িয়ে করা হয়েছে ৪০ শতাংশ। অর্থাৎ কোনও টিকিটের প্রাথমিক দাম হাজার টাকা হলে তা জিএসটি সহ হবে ১৪০০ টাকা। এতদিন যা ১২৮০ টাকায় পাওয়া যেত। আইপিএলের টিকিটের দাম ভেনু অনুযায়ী কিছুটা হেরফের হয়ে থাকে। প্রতিটা ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেট সংস্থাই চেষ্টা করে স্থানীয় ক্রিকেট প্রেমীদের কথা মাথায় রেখে টিকিটের দাম ঠিক রাখার। কিছু কম মূল্যের টিকিটও রাখা হয়। আপাতত যা কঠিন হয়ে দাঁড়াল। টিকিটের দাম বাড়বেই।
আইপিএলে ক্রিকেট প্রেমীদের জন্য অস্বস্তির খবর থাকলেও দেশের ম্যাচ দেখার ক্ষেত্রে কিছুটা ছাড় থাকছে, এমনটাই অনুমান। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ক্ষেত্রে জিএসটি বাড়ানোর কথা নির্দিষ্ট করা হয়নি। তবে মনে করা হচ্ছে, আইপিএলের তুলনায় আন্তর্জাতিক ম্যাচের টিকিটের দাম সস্তাই হবে। ৫০০ টাকার বেশি মূল্যের টিকিটের ক্ষেত্রে ১৮ শতাংশ জিএসটি থাকত। তার কম দাম হলে জিএসটি নেই।
মনে করা হচ্ছে, আগামীতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে টিকিটের দাম কমতেও পারে। আপাতত আইপিএলের পুরনো স্ল্যাব অর্থাৎ হাজার টাকার উপর মূল্যের টিকিটের ক্ষেত্রে ২৮ শতাংশ জিএসটিই দেখা যেতে পারে। এই পরিবর্তন শুরু হচ্ছে ২২ সেপ্টেম্বর থেকে। ফলে ভারতে আয়োজিত মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ থেকেই টিকিটের দামের এই প্রভাব দেখা যেতে পারে।