Ranji Trophy 2022-23: মেসিরা পারলে তোমরা পারবে না কেন? মনোজদের কে বললেন এমন কথা?

Bengal vs Madhya Pradesh: গত বারের রঞ্জিতে কোয়ার্টার ফাইনালে রেকর্ড গড়ে সেমিফাইনালে উঠেছিল বাংলা। প্রথম শ্রেনির ক্রিকেট টপ ৯ ব্যাটার ৫০ ঊর্ধ্ব স্কোর করেছিলেন। এমন একটা নজিরের ম্যাচের পর সেমিফাইনালে মধ্যপ্রদেশের কাছে হেরেছিল বাংলা। এ বারও সেমিফাইনালে বাংলার সামনে গত বারের চ্যাম্পিয়ন চন্দ্রকান্ত পণ্ডিতের মধ্যপ্রদেশ।

Ranji Trophy 2022-23: মেসিরা পারলে তোমরা পারবে না কেন? মনোজদের কে বললেন এমন কথা?
Ranji Trophy 2022-23: মেসিরা পারলে তোমরা পারবে না কেন? মনোজদের কে বললেন এমন কথা?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 03, 2023 | 4:53 PM

কলকাতা: টানা তিনবার রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালে বাংলা। ঘরের মাঠে ঝাড়খণ্ডকে ৯ উইকেটে উড়িয়ে শেষ চারে মনোজ তিওয়ারিরা। ব্যাটিং-বোলিং অলরাউন্ড পারফরমেন্সে ঝাড়খণ্ডকে উড়িয়ে দিল টিম বেঙ্গল (Bengal)। সামনে এ বার মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। গতবারের রঞ্জি চ্যাম্পিয়ন। এমনকি গত সেমিফাইনালে এই মধ্যপ্রদেশের কাছেই হেরেছিল বাংলা। টিম বেঙ্গল এ বারে বাড়তি সতর্ক, একই সঙ্গে আত্মবিশ্বাসী। ম্যাচ জেতার পর ড্রেসিংরুমে গিয়ে বঙ্গ শিবিরকে উদ্বুদ্ধ করে এলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

ম্যাচের পর বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি বলেন, ‘আমরা আত্মতুষ্টিতে ভুগতে নারাজ। সতর্ক থাকছি। গত বার মধ্যপ্রদেশের কাছে হেরেছিলাম। সেই হার থেকে শিক্ষা নিয়েছি। ওদের মাঠে গিয়ে খেলতে হবে। বাড়তি চ্যালেঞ্জ তো বটেই।’ বাংলা সেমিফাইনালে উঠলেও ওপেনিং স্লট এখনও ভোগাচ্ছে। অভিমন্যু ঈশ্বরন রান পেলেও উল্টো প্রান্তে কেউই থিতু হতে পারেনি। সেমিফাইনালের আগে ভাবাচ্ছে বাংলা শিবিরকে।

কোচ লক্ষ্মীরতন শুক্লা বললেন, ‘আমরা সতর্ক থাকছি। এখনও দুটো গুরুত্বপূর্ণ ল্যাপ বাকি। সেমিফাইনালে কঠিন চ্যালেঞ্জ। আমাদের কোনও বাড়তি উচ্ছ্বাস নেই।’ একই সঙ্গে লক্ষ্মী বলেন, ‘মাঠ সামলাচ্ছে মনোজ। ড্রেসিংরুম আমি সামলাচ্ছি। এটাই আমাদের দলের বন্ডিং।’

সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ড্রেসিংরুমে গিয়ে বাংলা দলকে উদ্বুদ্ধ করলেন। ম্যাচের পর কোচ-ক্যাপ্টেনের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাদা কথাও বললেন। মেসির আর্জেন্টিনার তুলনা টেনে স্নেহাশিস বলেন, ‘১৯৮৬ সালের পর ৩৬ বছর বাদে আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। ১৯৯০ সালের পর বাংলাও নিশ্চয়ই রঞ্জি চ্যাম্পিয়ন হতে পারে।’ এই দলের মেসি কে? সিএবি প্রেসিডেন্টের উত্তর, ‘এই দলে তো সবাই ভালো খেলছে। অভিমন্যু, মনোজ, শাহবাজ, অনুষ্টুপ প্রত্যেকে ভালো পারফর্ম করছে। আলাদা করে কারও কথা বলতে চাই না।’ সেমিফাইনালে উঠলেও, দলের সঙ্গে এখনই কোনও সিএবি কর্তা যাচ্ছেন না। রবিবারই মধ্যপ্রদেশ উড়ে যাচ্ছে বাংলা।