India vs New Zealand: সোনার ‘অক্ষরে’ নতুন ভারতকে দেখল নন্দনকানন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 22, 2021 | 10:10 AM

৩ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট। টি-টোয়েন্টির ক্রিকেটে এরকম স্পেল নিঃসন্দেহে প্রশংসনীয়। অক্ষরের ঘূর্ণিতে দিশেহারা হয়ে গেলেন মিচেল, চাপম্যান, গ্লেন ফিলিপ্সরা। পাওয়ার প্লে-তে মাত্র ২ রান দিয়ে নিলেন ৩ উইকেটে।

India vs New Zealand: সোনার অক্ষরে নতুন ভারতকে দেখল নন্দনকানন
India vs New Zealand: সোনার 'অক্ষরে' নতুন ভারতকে দেখল নন্দনকানন (ছবি-টুইটার)

Follow Us

কলকাতা: এই ইডেন অনেক নতুন তারকার জন্ম দিয়েছে। আজহারউদ্দিন, ভিভিএস লক্ষ্মণ, রোহিত শর্মা। প্রত্যেকেই ইডেনের বরপুত্র। রবিবারের ম্যাচ আরও এক ক্রিকেটারকে নায়ক করে তুলল। অক্ষর প্যাটেল। টিম ইন্ডিয়া জার্সি পেয়েছেন অনেকদিন হল। তবে কখনও নিজের জায়গা সেভাবে পাকাপাকি করে তুলতে পারেননি। রবিবারের ম্যাচের পর বাঁ-হাতি অক্ষর প্যাটেল (Axar Patel) নোটবুকে ঢুকে পড়লেন।

৩ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট। টি-টোয়েন্টির ক্রিকেটে এরকম স্পেল নিঃসন্দেহে প্রশংসনীয়। অক্ষরের ঘূর্ণিতে দিশেহারা হয়ে গেলেন মিচেল, চাপম্যান, গ্লেন ফিলিপ্সরা। পাওয়ার প্লে-তে মাত্র ২ রান দিয়ে নিলেন ৩ উইকেটে।

ম্যাচ শেষে অক্ষর বললেন, ‘আগে শুধু কুইকার ডেলিভারি করতাম। আর তাতে ব্যাটারা অনেক মারত। কিন্তু এখন আমি বলে গতি বাড়িয়েছি। বলে পেস থাকায় ব্যাটাদের মারতে অসুবিধে হয়। ইডেনের উইকেট থেকেও অনেক সাহায্য পেয়েছি। শিশির পড়ায় বল থমকে যাচ্ছিল। তাই আমি বেছে বেছে পিচের এমন জায়গায় বল ফেলছিলাম যাতে ব্যাটারদের মারতে অসুবিধে হয়। ইডেনের উইকেট আমাকে সেই সুবিধা করে দিয়েছে।’

অন্যদিকে ইডেনের বরপুত্র রোহিত শর্মা আবারও সফল ক্রিকেটের নন্দনকাননে। আজ অধিকাংশ দর্শকদের মুখেই ঘোরাফেরা করছিল হিটম্যানের নাম। রোহিত তাদের হতাশ করেননি। ৩১ বলে ৫৬ রানের দুরন্ত ইনিংস। ৩টে ছয় আর ৫টা চার। সেই চেনা মেজাজের রোহিতকে দেখল ক্রিকেটের স্বর্গোদ্যান। ইনিংসের শুরুটা জমজমাট করে দিয়ে যান হিটম্যান।

তবে এসবের বাইরেও এবারের ইডেন দিকটিও নতুন ভারতের উত্থান। রাহুল দ্রাবিড়ের হাত ধরে এক ঝাঁক ভবিষ্যতের তারকা কিভাবে নিজেদের মেলে ধরলেন ক্রিকেটের নন্দনকাননে। ঈশান কিশান, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষল প্যাটেল প্রত্যেকেই নিজেদের ছাপ রেখে গেলেন। কিউয়িদের হোয়াইটওয়াশ করার দিনে ২০২২ অস্ট্রেলিয়া বিশ্বকাপের নতুন স্বপ্ন উঁকি দিয়ে গেল। যার কারিগর হয়ে থাকলেন একঝাঁক তরুণ ক্রিকেটার।

আরও পড়ুন: India vs New Zealand: দলের পারফরম্যান্সে খুশি দ্রাবিড়, আগামী দিনেও মাটিতে পা রাখার পরামর্শ রোহিতদের নতুন কোচের

Next Article