India vs South Africa: প্রোটিয়া ক্যাপ্টেন বাভুমার লড়াকু হাফসেঞ্চুরি, ইডেন টেস্টে ভারতের টার্গেট ১২৪

Eden Test, IND vs SA: রবিবার সকালে প্রায় দেড় ঘণ্টা লড়াই চালিয়ে গেলেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। দক্ষিণ আফ্রিকার ইনিংসের শেষে থাকলেন ৫৫ রানে নট আউটও। এই টেস্ট জিততে হলে ভারতকে তুলতে হবে ১২৪ রান। এ বার দেখার তা কত দ্রুত করতে পারে ভারত।

India vs South Africa: প্রোটিয়া ক্যাপ্টেন বাভুমার লড়াকু হাফসেঞ্চুরি, ইডেন টেস্টে ভারতের টার্গেট ১২৪
বাভুমার লড়াকু হাফসেঞ্চুরি, ইডেন টেস্টে ভারতের টার্গেট ১২৪Image Credit source: PTI

Nov 16, 2025 | 11:22 AM

কলকাতা: ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা (Indis vs South Africa) টেস্টের ২টো দিন যেমন কেটেছিল, তাতে ক্রিকেট প্রেমীদের অনেকের বারবার মনে হচ্ছিল রবি সকালে হয়তো এক ঘণ্টার মধ্যেই শেষ হবে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। কিন্তু তেমনটা হল না। প্রায় দেড় ঘণ্টা লড়াই চালিয়ে গেলেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। থাকলেন ৫৫ রানে নট আউটও। এই টেস্ট জিততে হলে ভারতকে তুলতে হবে ১২৪ রান।

দ্বিতীয় দিনের খেলা যখন শেষ হয়, সেই সময় ২৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বাভুমা। আর কর্বিন বস ছিলেন ১ নট আউট। দল ছিল ৭ উইকেটে ৯৩ রানে (৩৫ ওভার)। সেখান থেকে শুরু হয় রবিবারের খেলা। দেখতে দেখতে বাভুমা আর বসের জুটি জমতে থাকে। এরপর ৪৮তম ওভারে গিয়ে বসকে ফিরিয়ে দারুণ জুটি ভাঙেন বুমরা। এরপর প্রয়োজন ছিল ভারতের আর দুটি উইকেটের।

শুভমন গিলের অনুপস্থিতিতে (ঘাড়ে চোটের কারণে তিনি হাসপাতালে ভর্তি) ঋষভ পন্থ দলকে এই টেস্টে নেতৃত্ব দিচ্ছেন। রবিবার তিনি প্রোটিয়াদের শেষ ২ উইকেট তোলার জন্য বোলিংয়ে বদল আনেন। মহম্মদ সিরাজকে বোলিংয়ে এনেই সাফল্য। ৫৪তম ওভারে জোড়া উইকেট নেন সিরাজ। প্রথমে ওভারের তৃতীয় বলে হারমার ও ষষ্ঠ বলে কেশব মহারাজের উইকেট তুলে নেন। আর ১৩৬ বলে ৫৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বাভুমা। সবমিলিয়ে ৫৪ ওভারে ১৫৩ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা।

এই টেস্ট জয়ের জন্য ভারতের সামনে অল্প রানের টার্গেট (১২৪ রান)। এ বার দেখার রবিবার এই টার্গেট টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা কত দ্রুত পূরণ করতে পারেন। সকল ক্রিকেট প্রেমীদের নজর আপাতত সেই দিকেই।