Watch Video: পিঠে অক্সিজেন সিলিন্ডার, বাইশ গজে ৮৩-র ‘যুবক’! উইকেটকিপিংয়ের ভিডিয়ো ভাইরাল

পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ক্রিকেট খেলার দৃশ্য খুব যে সচরাচর দেখা যায়, তা নয়। যে কারণে এই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি।

Watch Video: পিঠে অক্সিজেন সিলিন্ডার, বাইশ গজে ৮৩-র যুবক! উইকেটকিপিংয়ের ভিডিয়ো ভাইরাল
Watch Video: পিঠে অক্সিজেন সিলিন্ডার, বাইশ গজে ৮৩-র 'যুবক'! উইকেটকিপিংয়ের ভিডিয়ো ভাইরালImage Credit source: X

May 01, 2025 | 2:15 PM

ক্রিকেট এমন এক খেলা, যা অনেকের নাওয়া-খাওয়া ভুলিয়ে দেয়। ২২ গজে মাঝে মাঝে এমন বিরল কিছু দৃশ্য দেখা যায়, যা বহুদিন মনে থেকে যায়। যেমন অনেক ক্রিকেট প্রেমীর মনে রয়েছে একটা ম্যাচের দৃশ্য। যেখানে পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ক্রিকেট খেলেছেন স্কটল্যান্ডের এক ক্রিকেটার। ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসা থাকলেই বোধ হয় এমনটা করা যায়। নেটদুনিয়ায় মাঝে মাঝেই ঘোরাফেরা করে স্কটিশ ক্রিকেটারের ওই মন জুড়িয়ে দেওয়া ভিডিয়ো।

পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ক্রিকেট খেলার দৃশ্য খুব যে সচরাচর দেখা যায়, তা নয়। যে কারণে এই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি। বয়স অ্যালেক্সের ক্রিকেট খেলায় বাদ সাধতে পারেনি। যে কারণে ৮৩ বছর বয়লে অক্সিজেন সিলিন্ডার কাঁধে নিয়ে অনায়াসে উইকেটকিপিং করতে দেখা গিয়েছিল অ্যালেক্সকে।

২০২০ সাল থেকে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন অ্যালেক্স স্টিল। ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসে আক্রান্ত হন তিনি। এই রোগের ফলে ফুসফুস ক্রমশ ছোট ও শক্ত হতে থাকে। শরীরে অক্সিজেন সরবরাহ ব্যহত হয়। যে কারণে শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। নিজের অসুস্থতাকে পাত্তা দিতে চাননি। তাঁর কথায়, ‘যে কোনও অসুস্থতার ক্ষেত্রে সেই ব্যক্তির মানসিকতা কেমন, তার উপর সব কিছু নির্ভর করছে। অনেককে আমি দেখেছি যারা কোনও রোগে আক্রান্ত হওয়ার পর জীবনের উপর থেকে সব রকম আশা ছেড়ে দেয়। তবে আমি কখনও সেটা করিনি।’

১৯৬৭ সালে অ্যালেক্স স্টিলের অভিষেক হয়েছিল স্কটল্যান্ডের হয়ে। তিনি ইংল্যান্ডের কাউন্টি টিম ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম ম্যাচ খেলেছিলেন। ৬০-এর দশে তিনি স্কটল্যান্ড ক্রিকেট দলের হয়ে নিয়মিত খেলেছেন। তিনি ১৪টি প্রথম শ্রেণির ম্যাচে ২৪.৮৪ গড়ে ৬২১ রান করেছেন। উইকেটকিপার হিসেবে ১১টি ক্যাচ ও ২ বার স্টাম্প করেছেন।

শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট। সবার আগে রেজাল্ট জানতে এখনই নথিভুক্ত করে ফেলুন এই ফর্মে-