The Hundred 2023: দ্য হান্ড্রেডে বাজিমাত করতে তৈরি হরমনপ্রীত-স্মৃতিরা
অপেক্ষার অবসান। আজ, মঙ্গলবার ১ অগস্ট থেকে দ্য হান্ড্রেডের তৃতীয় সংস্করণের বল মাঠে গড়াতে চলেছে।
নয়াদিল্লি: দেখতে দেখতে তিনে পা দিতে চলল ১০০ বলের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগ। গত ২ বছরে ‘দ্য হান্ড্রেড’ (The Hundred) টুর্নামেন্ট যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। এই টুর্নামেন্টে উদ্বোধনী সংস্করণ থেকে বেশ কয়েকজন ভারতীয় মহিলা ক্রিকেটার খেলছেন। এ বারও ১০০ বলের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেখা যাবে ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। তাঁর ডেপুটি স্মৃতি মান্ধানা-সহ আরও ২ ক্রিকেটার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
১০০ বলের ক্রিকেট লিগে বাজিমাত করতে তৈরি হরমনপ্রীত কৌর-স্মৃতি মান্ধানারা
১ অগস্ট থেকে দ্য হান্ড্রেডের তৃতীয় সংস্করণের বল মাঠে গড়াতে চলেছে। এ বারের দ্য হান্ড্রেডে চারজন ভারতীয় মহিলা ক্রিকেটার খেলবেন। তাঁরা হলেন – হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, জেমাইমা রডরিগজ ও রিচা ঘোষ।
স্মৃতি-হ্যারিরা ২০২৩ সালের দ্য হান্ড্রেডে কোন টিমের হয়ে খেলবেন?
- হরমনপ্রীত কৌর – এ বারের দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেট দলের হয়ে খেলবেন হরমনপ্রীত কৌর।
- স্মৃতি মান্ধানা – দ্য হান্ড্রেড টুর্নামেন্টের তৃতীয় সংস্করণে সাউদার্ন ব্রেভ টিমের হয়ে খেলবেন স্মৃতি মান্ধানা।
- জেমাইমা রডরিগজ – এ বারের দ্য হান্ড্রেডে খেলার জন্য নরদার্ন সুপারচার্জার্স সই করিয়েছে জেমাইমা রডরিগজ।
- রিচা ঘোষ – বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ লন্ডন স্পিরিটের হয়ে এ বারের দ্য হান্ড্রেডে খেলবেন।
দ্য হান্ড্রেডে ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স —
- হরমনপ্রীত কৌর – ২০২১ সালে হরমনপ্রীত কৌর ম্যাঞ্চেস্টার অরিজিনালসের অংশ ছিলেন। দ্য হান্ড্রেডের উদ্বোধনী সংস্করণে হরমনপ্রীত ৩টি ম্যাচে খেলেছিলেন। এরপর চোটের কারণে সে বারের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান তিনি।
- স্মৃতি মান্ধানা – ২০২১ সালের দ্য হান্ড্রেডে ৭ ম্যাচে ১৬৭ রান করেছিলেন। তার মধ্যে ছিল ২টি হাফসেঞ্চুরি। ২০২২ সালের দ্য হান্ড্রেডে তিনি সাউদার্ন ব্রেভের হয়ে ৮ ম্যাচে খেলে ২১১ রান করেছিলেন।
- জেমাইমা রডরিগজ – ২০২১ সালের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় ২ নম্বরে ছিলেন জেমাইমা রডরিগজ। সে বার তিনি ৭ ম্যাচে ২৪৯ রান করেছিলেন। এরপর ২০২২ সালের দ্য হান্ড্রেডে ২টি ম্যাচে খেলেছিলেন জেমাইমা রডরিগজ। তাতে তাঁর সর্বাধিক রান ছিল ৫১।
উল্লেখ্য, ভারতীয় উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ এই টুর্নামেন্টে এই প্রথম বার খেলবেন। তিনি এর আগে উইমেন্স বিগ ব্যাশ গিলে খেলেছিলেন হোবার্ট হ্যারিকেনসের হয়ে। এ বার তাঁকে দেখা যাবে লন্ডন স্পিরিটের হয়ে খেলতে।