Bangladesh: পাত্তাই দিল না ICC, ভারতে খেলতে আসতেই হচ্ছে বাংলাদেশকে? কবে কোথায় ম্যাচ?
India-Bangladesh: শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই বাংলাদেশে চরমে উঠেছে ভারত বিরোধিতা। সাম্প্রতি হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক মহলেও মুখ পোড়ে বাংলাদেশের। তবে তারপরেও হিন্দু নিধন থামেনি। এদিকে বাংলাদেশে একের পর এক ঘটনার প্রতিবাদের রেশ পড়েছে ভারতেও। চলছে কূটনৈতিক টানাপোড়েন।

কলকাতা: বাংলাদেশের আবেদনকে পাত্তাই দিল না আইসিসি। ফিরিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুরোধ। বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতেই আসতে হবে বাংলাদেশকে। নাহলে কঠিন শাস্তির মুখে পড়তে হবে তাদের। ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিল আইসিসি। সংবাদসংস্থা ANI সূত্রের খবর। বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে স্থানান্তরিত করার দাবিতে রবিবার দুপুরে আইসিসিকে ই-মেল করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও বাংলাদেশের চিঠির জবাব দেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। শেষ পর্যন্ত মিলল উত্তর।
এদিকে বাংলাদেশ ম্যাচের টিকিট অনলাইনে দেদার বিক্রি হচ্ছে। ইডেনে বাংলাদেশের প্রথম দুটো ম্যাচের টিকিট অনলাইনে ছাড়া হয়। দুটো ম্যাচেই ব্যাপক চাহিদা। বাংলাদেশ-ওঃ ইন্ডিজ ম্যাচের ৫০০ টাকার টিকিট হুড়মুড়িয়ে বিক্রি হয়ে গিয়েছে। বাংলাদেশ-ইতালি ম্যাচের টিকিটও হুড়মুড়িয়ে বিক্রি হচ্ছে অনলাইনে।
প্রসঙ্গত, শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই বাংলাদেশে চরমে উঠেছে ভারত বিরোধিতা। সাম্প্রতি হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক মহলেও মুখ পোড়ে বাংলাদেশের। তবে তারপরেও হিন্দু নিধন থামেনি। এদিকে বাংলাদেশে একের পর এক ঘটনার প্রতিবাদের রেশ পড়েছে ভারতেও। চলছে কূটনৈতিক টানাপোড়েন। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়েও ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েই চলেছেন ওপারের প্রশাসনিক কর্তারা। এরইমধ্যে আবার আইপিএল থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর। নিষেধাজ্ঞার কারণে তাঁকে আর নিতে পারছে না কেকেআর। এ নিয়ে চাপানউতোরের মধ্যেই আসন্ন টি-২০ বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়ার জন্য আইসিসি-র কাছে দরবার করে বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের প্রাকটিস ম্যাচ বাদ দিয়ে মূল পর্বের ৪টি ম্য়াচ রয়েছে। তার মধ্যে তিনটি কলকাতায়, একটি মুম্বইতে।
