Preity Zinta: ফাইনাল হারের পর প্রথম প্রতিক্রিয়া, কী বলছেন প্রীতি জিন্টা?

IPL 2025, Punjab Kings: প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন। আরসিবির ট্রফি খরা কাটলেও অপেক্ষা দীর্ঘ হয়েছে পঞ্জাব কিংসের। ফাইনাল হারের প্রথম প্রতিক্রিয়া পঞ্জাব কিংসের অন্যতম কর্ণধার প্রীতি জিন্টার।

Preity Zinta: ফাইনাল হারের পর প্রথম প্রতিক্রিয়া, কী বলছেন প্রীতি জিন্টা?
Image Credit source: PTI

Jun 06, 2025 | 9:05 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণের ফাইনালের আগেই একটা বিষয় ঠিক হয়ে গিয়েছিল। যেই জিতুক নতুন চ্যাম্পিয়ন পাওয়া যাবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংস। দু-দলই প্রথম ট্রফির খোঁজে ছিল। প্রত্যাশা পূরণ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্সের। রুদ্ধশ্বাস ফাইনালে পঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়েছে তারা। প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন। আরসিবির ট্রফি খরা কাটলেও অপেক্ষা দীর্ঘ হয়েছে পঞ্জাব কিংসের। ফাইনাল হারের প্রথম প্রতিক্রিয়া পঞ্জাব কিংসের অন্যতম কর্ণধার প্রীতি জিন্টার।

আইপিএলের জন্মলগ্ন থেকেই খেলছে পঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। শুরুতে নাম ছিল কিংস ইলেভেন পঞ্জাব। পরবর্তীতে নাম বদলে হয়েছে পঞ্জাব কিংস। ট্রফি ভাগ্য বদলায়নি। এ বার অন্যতম ফেভারিট ছিল তারাই। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ফাইনালে। আইপিএল ইতিহাসে এই নিয়ে দ্বিতীয় বার ফাইনালে উঠলেও ট্রফি এল না। পঞ্জাব কিংসের অন্যতম কর্ণধার প্রীতি জিন্টা হতাশা সামলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

প্রীতি লিখেছেন, ‘যেমনটা প্রত্যাশা করেছিলাম, সবটা তেমন হয়নি। তবে কাজ সবে অর্ধেক হয়েছে। সফরটা দুর্দান্ত ছিল। উন্মাদনা, বিনোদন এবং প্রেরণা জোগানোর মতোই। দল যে ভাবে লড়াই করেছে, পুরো টুর্নামেন্টে তরুণরা যে সাহসী ক্রিকেট খেলেছে। আমাদের ক্যাপ্টেনের জন্য গর্বিত। আমাদের সরপঞ্চ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে টিমকে।’