অকল্যান্ড: নিউজিল্যান্ডের (New Zealand) পাক সফর বাতিল নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা, সমালোচনা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তার পূর্ণ আশ্বাস দেওয়া সত্ত্বেও সিরিজ বাতিল করে কিউয়িরা। এমনকি আসরে নামেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে বুঝিয়েও কাজ হয়নি। সিরিজ বাতিলের জন্য নিউজিল্যান্ডকেই দায়ী করছে পাক বোর্ড।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ ডেভিড হোয়াইট (David White) বলেন, ‘পাকিস্তান সফর নিয়ে তাদের কোনও অনুশোচনা নেই। কিন্তু হুমকি পাওয়ার পর কিউয়ি ক্রিকেটারদের সে দেশে থাকা সম্ভব হয়নি। শনিবার রাতেই দুবাই পৌঁছায় নিউজিল্যান্ডের ৩৪ জনের সদস্য। আপাতত আইসোলেশনে থাকতে হবে কিউয়ি ক্রিকেটারদের। এর মধ্যে ২৪ জন আগামী সপ্তাহেই আইসোলেশন পর্ব শেষ হওয়ার পর দেশে ফিরে যাবেন। বাকি ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেরা দুবাইতেই থাকবেন। বিশ্বকাপের প্রস্তুতি সারবে সেখানে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের খুব খারাপ সময়। কিন্তু সিরিজ আয়োজনে তাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। পাক বোর্ডের চিফ এগজিকিউটিভ ওয়াসিম খানকে ধন্যবাদ। তারা যে পেশাদার মনোভাব নিয়ে আমাদের খেয়াল রেখেছে কা কুর্ণিশযোগ্য।’
সিরিজ বাতিল করার আগে নিউজিল্যান্ড সরকারের আগে দফায় দফায় কথা বলে কিউয়ি ক্রিকেট বোর্ড। দেশের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তেই পাক সফর বাতিল করে নিউজিল্যান্ড। ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে গিয়েছিল নিউজিল্যান্ড। ১১ সেপ্টেম্বর পাকিস্তানে পা রাখেন কিউয়ি ক্রিকেটাররা। সেখানে ৩টে একদিনের ম্যাচের সিরিজ এবং ৫টা টি-২০ ম্যাচের সিরিজ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে প্রস্তুতিও সেরেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। কিন্তু রাওয়ালপিন্ডিতে প্রথম একদিনের ম্যাচে নামার আগেই সফর বাতিল করার সিদ্ধান্ত নেয় তারা। নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনও সমর্থন জানিয়েছে বোর্ডের এই সিদ্ধান্তকে।
আরও পড়ুন: IPL 2021: চেন্নাইয়ের বিরুদ্ধে আত্মবিশ্বাসী মুম্বই, মাইলস্টোনের সামনে হিটম্যান