Indian Cricket: ইংল্যান্ডে টেস্ট সিরিজের মাঝেই যাচ্ছেন ভারতের টি-টোয়েন্টি স্পেশালিস্ট, খেলবেন লাল-বলেও
County Cricket News: ভারতের অনেক তরুণ-অভিজ্ঞ ক্রিকেটার নিজেদের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন। যাঁদের কাছে সেই টুর্নামেন্ট নেই, ম্যাচ প্র্যাক্টিসে থাকতে কাউন্টি ক্রিকেটেও চেষ্টা করছেন। তিলক ভার্মাও তেমনই একজন।

ইংল্যান্ডে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ২০ জুন শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ইংল্যান্ডে পৌঁছে পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। শুক্রবার থেকে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে ভারত। প্রথম টেস্টের কম্বিনেশন কী হতে পারে, সেটা হয়তো বোঝা যাবে প্রস্তুতি ম্যাচ দেখে। ভারতের সাদা বলের সিরিজে অনেক দেরি রয়েছে। ভারতের অনেক তরুণ-অভিজ্ঞ ক্রিকেটার নিজেদের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন। যাঁদের কাছে সেই টুর্নামেন্ট নেই, ম্যাচ প্র্যাক্টিসে থাকতে কাউন্টি ক্রিকেটেও চেষ্টা করছেন। তিলক ভার্মাও তেমনই একজন।
সদ্য ইংল্যান্ডে ভারতের এ দলের সঙ্গে ছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। চোটের কারণে আইপিএলের মাঝপথেই ছিটকে গিয়েছিলেন। এ-দলের সঙ্গে থাকলেও খেলানো হয়নি। তিনি কাউন্টিতে সই করেছেন। তাঁর পথে তিলক ভার্মাও। আইপিএল শেষ। ঘরোয়া ক্রিকেটও নেই। টেস্ট টিমে নেই তিলক। এখনও অবধি টি-টোয়েন্টি স্পেশালিস্টই ধরা হয় তাঁকে। ফলে টি-টোয়েন্টি সিরিজের আগে জাতীয় দলের ম্যাচও নেই। এই সময়টা কাউন্টিতে খেলবেন তিলক।
কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ারের সঙ্গে স্বল্পমেয়াদী চুক্তি করেছেন ভারতীয় দল তথা মুম্বই ইন্ডিয়ান্সের বাঁ হাতি ব্যাটার তিলক ভার্মা। দেশের জার্সিতে চারটি ওয়ান ডে এবং ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন তিলক। প্রথম শ্রেনির ক্রিকেটে মাত্র ১৮টি ম্যাচ খেলেছেন। হ্যাম্পশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের চারটি ম্যাচে খেলতে দেখা যাবে তিলক ভার্মাকে।





