
কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন মরসুম। শুরুটা দুর্দান্ত হয়েছিল রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। নতুন অধিনায়ক রজত পাতিদারের নেতৃত্বে বেশ ভালোই খেলছিল আরসিবি। কিন্তু ঘরের মাঠে কিছুতেই জয়ের মুখ দেখছে না দল। ধারাবাহিকতার অভাবে ভুগছে আরসিবি। অ্যাওয়ে ম্যাচে সব কটিই জয়, ঘরের মাঠে হারের হ্যাটট্রিক। শুক্রবার ঘরের মাঠে পঞ্জাব কিংসের কাছে হার বিরাটদের। বৃষ্টির কারণে ১৪ ওভারের ম্যাচ হয়। টস হেরে আরসিবি প্রথমে ব্যাট করে। টিম ডেভিড ও ক্যাপ্টেন রজত পতিদার বাদে বাকিরা চূড়ান্ত ব্যর্থ। টিম ডেভিড হাফসেঞ্চুরিটা না করলেও চূড়ান্ত লজ্জার সামনে পড়ত আরসিবি। ম্যাচের সেরা পুরস্কারও জিতেছেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ফিনিশারের ভূমিকায় ছাপ ফেলেছেন টিম ডেভিড। কিন্তু প্রতি ম্যাচেই এতটা নীচে ব্যাটিংয়ে নামছেন যে খুব বেশি ডেলিভারি খেলার সুযোগ হচ্ছে না। ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেলে আরও বেশি অবদান রাখতে তৈরি। এমনটাই বলেছেন টিম ডেভিড। এই ধরনের পরিস্থিতিতে পারফর্ম করার চাপ সম্পর্কেও বলেছেন টিম ডেভিড।
পঞ্জাবের কাছে হারের পর টিম ডেভিড বলেছেন, “এটা এত সহজ ছিল না। জানি না কী বলব। দলের সকলের আলাদা আলাদা ভূমিকা রয়েছে। প্র্যাকটিসেও সকলে সেই ভাবে ব্যাট করছে। আমি যদি আরও আগে ব্যাটিং করতে নামার সুযোগ পাই, তা হলে দলে আরও বেশি অবদান রাখার চেষ্টা করব।” দলের হারে হতাশ টিম ডেভিড আরও যোগ করেন, “এমন কিছু দিন থাকে অনেক চেষ্টার পরেও পরিকল্পনা কাজে লাগে না। এই ম্যাচটাও যেন সেই রকমই ছিল। ঘরের মাঠে প্রতিটি ম্যাচেই আমরা ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। ভালো খেলতে পারছি না। ঘরের মাঠে ভালো খেলার জন্য নির্দিষ্ট একটা পরিকল্পনা তৈরি করতে হবে।”
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে খেলার একদিনের ব্যবধানে সেই পঞ্জাব কিংসের বিরুদ্ধেই নামতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ বার অবশ্য অ্যাওয়ে ম্যাচ। পরিসংখ্যান কিছুটা স্বস্তির। এ মরসুমে এখনও অ্যাওয়ে ম্যাচে হারেনি আরসিবি।