Test Cricket: টেস্টে সবচেয়ে কনিষ্ঠ ১০ ক্যাপ্টেনের তালিকা, রয়েছেন ভারতের নবাব পতৌদি

Sep 01, 2024 | 7:00 AM

Youngest captains in Test: যে কোনও দেশের ক্রিকেটারকে যদি জিজ্ঞাসা করা হয়, এবং বাছতে দেওয়া হয় নিজের দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের কোন ফর্ম্যাটে খেলতে চান? অনেকেই উত্তর দেবেন টেস্টে। কারণ, টেস্টের সঙ্গে অনেকের বিশেষ টান, আবেগ, অনুভূতি রয়েছে।

Test Cricket: টেস্টে সবচেয়ে কনিষ্ঠ ১০ ক্যাপ্টেনের তালিকা, রয়েছেন ভারতের নবাব পতৌদি
টেস্টে সবচেয়ে কনিষ্ঠ ১০ ক্যাপ্টেনের তালিকা, রয়েছেন ভারতের নবাব পতৌদি
Image Credit source: X

Follow Us

কলকাতা: টেস্ট ক্রিকেটের (Test Cricket) সূচনা হয়েছিল আজ থেকে ১৪৭ বছর আগে। দেখতে দেখতে টেস্টের একটা আলাদাই জনপ্রিয়তা তৈরি হয়েছিল। পরবর্তীতে একাধিক ছোট ফর্ম্যাটের ক্রিকেট ম্যাচ চলে আসায় অনেক ক্রিকেট প্রেমী টেস্ট থেকে মুখ ফেরাচ্ছিলেন। কিন্তু যে কোনও দেশের ক্রিকেটারকে যদি জিজ্ঞাসা করা হয়, এবং বাছতে দেওয়া হয় নিজের দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের কোন ফর্ম্যাটে খেলতে চান? অনেকেই উত্তর দেবেন টেস্টে। কারণ, টেস্টের সঙ্গে অনেকের বিশেষ টান, আবেগ, অনুভূতি রয়েছে। এক ঝলকে এই প্রতিবেদনে দেখে নিন টেস্টে সবচেয়ে কনিষ্ঠ ১০ ক্যাপ্টেন কারা।

টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ ১০ অধিনায়ক যাঁরা —

  1. রশিদ খান – এই তালিকায় শীর্ষে আফগানিস্তানের রশিদ খান। তিনি বাংলাদেশের বিরুদ্ধে ২০ বছর ৩৫০ দিন বয়সে প্রথম বার নেতৃত্ব দিয়েছিলেন।
  2. তাতেন্ডা তাইবু – জিম্বাবোয়ের তাতেন্ডা তাইবু এই তালিকায় দুইয়ে রয়েছেন। তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০ বছর ৩৫৮ দিন বয়সে প্রথম বার ক্যাপ্টেনের দায়িত্ব সামলেছিলেন।
  3. মনসুর আলি খান পতৌদি – ভারতের নবাব অব পতৌদি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২১ বছর ৭৭ দিন বয়সে প্রথম বার ক্যাপ্টেন্সির ব্যাটন হাতে পেয়েছিলেন।
  4. ওয়াকার ইউনিস – পাকিস্তানের ওয়াকার ইউনিস ২২ বছর ১৫দিন বয়সে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম বার ক্যাপ্টেনের ভূমিকা পালন করেছিলেন।
  5. গ্রেইম স্মিথ – দক্ষিণ আফ্রিকার গ্রেইম স্মিথ ২২ বছর ৮২ দিন বয়সে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম বার ক্যাপ্টেন দায়িত্ব পেয়েছিলেন।
  6. সাকিব আল হাসান – ২২ বছর ১১৫ দিন বয়সে বাংলাদেশ টেস্ট ক্রিকেট টিমের অধিনায়ক হয়েছিলেন সাকিব আল হাসান। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম বার নেতৃত্ব দিয়েছিলেন।
  7. ইয়ান ক্রেগ – অস্ট্রেলিয়ার ইয়ান ক্রেগ ২২ বছর ২৯৪ দিন বয়সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম বার নেতৃত্ব দিয়েছিলেন।
  8. জাভেদ মিয়াঁদাদ – পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ ২২ বছর ২৬০ দিন বয়সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করাচিতে প্রথম বার নেতৃত্ব দিয়েছিলেন।
  9. মারে বিসেট – দক্ষিণ আফ্রিকার মারে বিসেট ২২ বছর ৩০৬ দিন বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে জোহানেসবার্সে প্রথম বার নেতৃত্ব দিয়েছিলেন।
  10. মহম্মদ আশরাফুল – বাংলাদেশের মহম্মদ আশরাফুল শ্রীলঙ্কার বিরুদ্ধে ২২ বছর ৩৫৩ দিন বয়সে প্রথম বার ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছিলেন।
Next Article