India Tour of Ireland: ভারতের বিরুদ্ধে নজরে আয়ারল্যান্ডের পাঁচ ক্রিকেটার
লড়াইটা একেবারেই অসম নয়।

ডাবলিন: অসম লড়াই। ভারত বনাম আয়ারল্যান্ড কাগজে কলমে তাই। বাস্তবে হয়তো নয়। বড় দলের বিরুদ্ধে বাড়তি তাগিদ নিয়ে খেলতে দেখা যায়, তথাকথিত ছোট দল গুলিকে। ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা ইংল্যান্ড সফরে। ভারতীয় টি ২০ দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের মধ্যে বেশিরভাগই রিজার্ভবেঞ্চের। ফলে তাদের কাছেও নতুন সুযোগ। মাঠের লড়াইটা সেদিক থেকেই সমানে সমানে। ভারতীয় দলের কাছে অভিজ্ঞতা তুলনামূলক বেশি। শক্তিশালী দলের বিরুদ্ধে খুব বেশি খেলার সুযোগ হয় না আয়ারল্যান্ড ক্রিকেটারদের। তবে বেশিরভাগ ক্রিকেটারই ইংল্যান্ডের বিভিন্ন কাউন্টি ক্লাবে খেলেন। সেখানকার অভিজ্ঞতা কাজে লাগবে আইরিশ ক্রিকেটারদের কাছে। এই দলের অনেকেরই ভারতের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে। সুতরাং, লড়াইটা একেবারেই অসম নয়। বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে বাড়তি প্রত্যাশা থাকবে আয়ারল্যান্ড শিবিরে।
এক নজরে দেখে নেওয়া আয়ারল্যান্ডের পাঁচ ক্রিকেটারকে
পল স্টার্লিং: আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলার প্রচুর অভিজ্ঞতা রয়েছে পল স্টার্লিংয়ের। এবার আইপিএলের নিলামেও রেজিস্ট্রেশন করেছিলেন। তাঁকে নিয়ে খুব একটা আগ্রহ দেখায়নি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি। হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে শক্তিশালী দলের বিরুদ্ধে নজর কাড়তে না পারাই তার কারণ। এই সিরিজে ব্যাট হাতে সুযোগ থাকছে স্টার্লিংয়ের।
অ্যান্ডি বলবির্নি : আয়ারল্যান্ডের অধিনায়ক। ৬৭ টি আন্তর্জাতিক টি ২০-র অভিজ্ঞতা রয়েছে। পল স্টার্লিংয়ের পর ভারতীয় দলের বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন। দেশের হয়ে কেরিয়ার টি ২০ রান ১৪২৯। তবে ওপেনিংয়ে দলের ভিত গড়ে দেন।

আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবির্নি।
গ্যারেথ ডেলানি: আয়ারল্যান্ড দলের স্পিন বোলিং অলরাউন্ডার। লেগস্পিনার। ব্যাটের হাত খুবই ভালো। সীমিত সুযোগে নজর কেড়েছেন। আন্তর্জাতিক টি ২০ খেলেছেন ৩৭ টি। তিনটি অর্ধশতরানের ইনিংস রয়েছে।
জর্জ ডকরেল: আয়ারল্যান্ড দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার। বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার ৯৩ ম্যাচে ৭৬ টি উইকেট নিয়েছেন। রান করেছেন ৪৪৫। দলের কার্যকরী ক্রিকেটার।
ক্রেগ ইয়ং: আয়ারল্যান্ড পেস বোলিং বিভাগের মূল ভরসা ক্রেগ ইয়ং। দেশের জার্সিতে ৪৮ টি ২০ ম্যাচে ৪৮ টি উইকেট নিয়েছেন। ইকোনমি মাত্র ৭.৭৯। শেষ ৫ ম্যাচে একডজন উইকেট নিয়েছেন ক্রেগ।
