Trent Boult IPL Auction 2025: রাজস্থানের হাতছাড়া ট্রেন্ট বোল্ট, কিউয়ি পেসারের নতুন ঠিকানা মুম্বই

Nov 24, 2024 | 9:21 PM

Trent Boult Auction Price: কোটার ছয় জন প্লেয়ার রিটেন করলেও জায়গা হয়নি বোল্টের। এর জন্য হতাশ ছিল রাজস্থান রয়্যালস শিবিরও। তাদের টিম সেট ছিল। মেগা অকশনের কারণে রদবদল হওয়ার সম্ভাবনা ছিলই। অকশনে নাম লিখিয়েছিলেন ট্রেন্ট বোল্ট।

Trent Boult IPL Auction 2025: রাজস্থানের হাতছাড়া ট্রেন্ট বোল্ট, কিউয়ি পেসারের নতুন ঠিকানা মুম্বই
Image Credit source: PTI FILE

Follow Us

পাওয়ার প্লে স্পেশালিস্ট নাকি স্লগ ওভার! দুটোই বলা যায়। নিউজিল্যান্ডের বাঁ হাতি পেসার ট্রেন্ট বোল্ট আইপিএলের অন্যতম সেরা বোলার। এ বছর রাজস্থান রয়্যালস তাঁকে রিটেন করতে পারেনি। কোটার ছয় জন প্লেয়ার রিটেন করলেও জায়গা হয়নি বোল্টের। এর জন্য হতাশ ছিল রাজস্থান রয়্যালস শিবিরও। তাদের টিম সেট ছিল। মেগা অকশনের কারণে রদবদল হওয়ার সম্ভাবনা ছিলই। অকশনে নাম লিখিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। বেস প্রাইস ২ কোটিতে রেজিস্টার করেছিলেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অতি পরিচিত মুখ বোল্ট। তাঁকে নিতে যে কোনও দল আগ্রহ দেখাবে, সেই সম্ভাবনাই বেশি ছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলেছিলেন। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর জনপ্রিয়তাই আলাদা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর প্রবেশ ২০১৫ সালে। সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেন বোল্ট। দু-মরসুম খেলেছিলেন। সীমিত সুযোগ। ২০১৭ সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন। ৬ ম্যাচে সুযোগ পেয়েছিলেন।

রাজস্থান রয়্যালস ২ কোটির বেস প্রাইসে ওপেনিং বিড করে। লখনউ দ্রুতই লড়াইয়ে। ঝোড়ো লড়াই বোল্টের জন্য়। ৫ কোটি ছাপিয়ে গিয়েছিল মুহূর্তে। লখনউ ও রাজস্থানই লড়াইয়ে ছিল মূলত। রাজস্থান ৬.২৫ কোটি উঠতেই লখনউ দান ছেড়ে দেয়। হঠাৎই লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্স। রাজস্থানও ছাড়তে নারাজ। ১০ কোটি পার। মুম্বই দৌড় ছাড়েনি। রাজস্থানও না। শেষ অবধি মরিয়া চেষ্টাতেও ১২.৫০ কোটিতে দান ছাড়ে রাজস্থান। মুম্বই ইন্ডিয়ান্স ১২.৫০ কোটিতে নেয় ট্রেন্ট বোল্টকে। তাঁর নতুন ঠিকানা মুম্বই।

এরপর ২০১৮ ও ২০১৯ মরসুম খেলেন দিল্লি ক্যাপিটালসে। ২০১৮ মরসুমে ১৪ ম্যাচে ১৮ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় মরসুম হতাশায় কেটেছিল যদিও। ২০২০-২০২১ মরসুমে মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে নেয়। ট্রেন্ট বোল্টের বড় ব্রেক থ্রু ছিল এটিই। মুম্বই জার্সিতে প্রথম মরসুমেই ১৫ ম্যাচে ২৫ উইকেট। ২০২১ সালে ১৪ ম্যাচে ১৩ উইকেট। ২০২২ সালের আইপিএলে রাজস্থান রয়্যালস তাঁকে নেয়। এরপর থেকেই রাজস্থানেই খেলছিলেন। আইপিএল কেরিয়ারে সব মিলিয়ে ১০৪ ম্যাচে ১২১ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট।

Next Article