
চোটের জন্য দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে। রঞ্জি ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে রিয়ান পরাগের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রস্তুতিতে ব্যস্ত। এ মরসুমেও রাজস্থান রয়্যালসে খেলতে দেখা যাবে। দেশের জার্সিতে সীমিত সুযোগে নজর কেড়েছেন। ওয়ান ডে এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই খেলেছেন রিয়ান। তবে মাঝে শিরোনামে এসেছিলেন অন্য কারণে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তাঁর ইউটিউব সার্চ হিস্ট্রি। যেখানে বলিউড তারকা অনন্যা পান্ডেকে নিয়ে সার্চও ছিল। লাইভে স্যান্ডো গেঞ্জিতে রিয়ান পরাগ ও তাঁর সার্চ হিস্ট্রি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিদ্রুপ হয়েছিল। অবশেষে সেই প্রসঙ্গে মুখ খুললেন দেশের এই তরুণ ক্রিকেটার। কী বললেন রিয়ান?
আইপিএলের প্রস্তুতি চলছে জোরকদমে। রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে প্রত্যাবর্তন হয়েছে রাহুল দ্রাবিড়ের। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের পর এ বার আইপিএলেও রাজস্থান রয়্যালসে দ্রাবিড়ের কোচিংয়ে খেলার সুযোগ। এর মাঝেই পুরনো বিতর্ক প্রসঙ্গে City 1016 রেডিয়োতে এক সাক্ষাৎকারে রিয়ান পরাগ দাবি করেছেন, কেউ সার্ভারে সমস্যা তৈরি করে তাঁকে বিপদে ফেলার চেষ্টা করেছিলেন। গত আইপিএল মরসুম দুর্দান্ত হওয়ার পর সবটাই তাঁকে বদনাম করতে এমনটা করার চেষ্টা হয়েছিল!
গত বারের আইপিএলে রাজস্থান রয়্যালসের এই অলরাউন্ডার ১৬ ম্যাচে ৫২ উপর গড়ে ৫৭৩ রান করেছিলেন। যদিও আইপিএলের পর তাঁর ইউটিউব সার্চ হিস্ট্রি নিয়েই বেশি আলোচনা হয়েছিল। সাক্ষাৎকারে রিয়ান বলেন, ‘ঘটনাটি হয়েছিল আইপিএলের আগেই। কেউ একজন আইপিএলের আগেই আমার টিমের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছিল। সার্ভারে সমস্যা হয়েছিল। দ্রুতই তা ঠিক করা হয়। আইপিএলে আমার মনসংযোগে ব্যাঘাট ঘটাতেই এমনটা করা হয়েছিল। যদিও আমি ভালো পারফরম্যান্স করেছিলাম।’
রিয়ান আরও যোগ করেন, ‘আমি লাইভে এসেছিলাম। আমার কাছে স্পোটিফাই কিংবা অ্যাপল মিউজিক অ্যাপ ছিল না। সব ডিলিট হয়ে গিয়েছিল। সে কারণেই গান শুনতে ইউটিউব খুলেছিলাম। কিন্তু ঠিক কী হচ্ছিল, সেটাই বুঝে উঠতে পারছিলাম। নিজের মধ্যেই অস্বস্তি হচ্ছিল, এসব কী হচ্ছে। লোক সমাজে তখন ঠিক কী বলব বুঝেই উঠতে পারছিলাম না। বিষয়টা পরিষ্কার করার মতো পরিস্থিতিতে ছিলাম না।’ আইপিএলের আগামী মরসুমের জন্য তাঁকে ১৪ কোটি টাকায় রিটেন করেছে রাজস্থান রয়্যালস।