Jemimah Rodrigues: নাইটদের WCPL ফাইনালে তুললেন, বিশ্বকাপের আগে দুরন্ত ছন্দে জেমাইমা

Aug 28, 2024 | 1:11 PM

Trinbago Knight Riders: ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে টস জিতে প্রথমে বার্বাডোজকে ব্যাটিংয়ে পাঠান নাইট ক্যাপ্টেন। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৩০ রান তোলে বার্বাডোজ। জবাবে ২ বল বাকি থাকতেই জয় তুলে নেন জেমাইমারা।

Jemimah Rodrigues: নাইটদের WCPL ফাইনালে তুললেন, বিশ্বকাপের আগে দুরন্ত ছন্দে জেমাইমা
নাইটদের WCPL ফাইনালে তুললেন, বিশ্বকাপের আগে দুরন্ত ছন্দে জেমাইমা

Follow Us

কলকাতা: নাইট জার্সিতে দ্যুতি ছড়াচ্ছেন জেমাইমা রডরিগজ (Jemimah Rodrigues)। ভারতীয় মহিলা টিমের তারকা ক্রিকেটার বর্তমানে ব্যাস্ত মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। সেখানে বার্বাডোজ রয়্যালের বিরুদ্ধে তাঁর ম্যাচ জেতানো ইনিংসের সুবাদে ত্রিনবাগো নাইট রাইডার্স (Trinbago Knight Riders) টুর্নমেন্টের ফাইনালে উঠেছে। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন জেমাইমা। সামনেই আইসিসি মেয়েদের টি-২০ বিশ্বকাপ। সেখানে নামার আগে জেমাইমার এই ছন্দ ভারতীয় টিমকেও অ্যাডভান্টেজে রাখবে।

ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে টস জিতে প্রথমে বার্বাডোজকে ব্যাটিংয়ে পাঠান নাইট ক্যাপ্টেন। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৩০ রান তোলে বার্বাডোজ। জবাবে ২ বল বাকি থাকতেই জয় তুলে নেন জেমাইমারা। ৪ উইকেটে ত্রিনবাগো নাইট রাইডার্সের জয়ের নেপথ্যে জেমাইমার বড় অবদান রয়েছে। তিনে নেমে তিনি ছিলেন শেষ অবধি। ৫০ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস উপহার দেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৪টি চার। ব্যাটিংয়ে নামার আগে ২ ওভারে ১৪ রান দিয়েছিলেন তিনি। কোনও উইকেট পাননি।

৩০ অগস্ট বার্বাডোজ রয়্যালসের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ ত্রিনবাগো নাইট রাইডার্সের। এ বার দেখার ফাইনালের মঞ্চে নাইট জার্সিতে জেমি জ্বলে উঠতে পারেন কিনা। মেয়েদের ক্যারিবিয়ান প্রিমিয়ির লিগের চলতি মরসুমে প্রথম ২ ম্যাচ হেরেছিল কেকেআর। সেই ২ ম্যাচে বোলিং করেননি জেমাইমা। ওই দুই ম্যাচে যথাক্রমে ব্যাট হাতে তাঁর অবদান ১৬, ২৬। বার্বাডোজের বিরুদ্ধে নামার আগে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিরুদ্ধে বল করেছিলেন জেমাইমা। উইকেট পাননি। আর ব্যাট হাতে করেন ২ রান। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে জেমাইমার ৫৯ রানের অপরাজিত ইনিংস বিরাট কাজে এল নাইটদের।

 

Next Article