IPL 2022: গ্যালারিতে দুই রহস্যময়ী নিয়ে ঝড় নেট দুনিয়ায়

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Apr 29, 2022 | 5:17 PM

দর্শক ফেরায় মাঠের লড়াই যেমন অন্যা মাত্রা পেয়েছে, তেমনই গ্যালারিও যেন নিজের রং ফিরে পেয়েছে।

IPL 2022: গ্যালারিতে দুই রহস্যময়ী নিয়ে ঝড় নেট দুনিয়ায়
এই ছবি নিয়েই নেটা দুনিয়ার আগ্রহ তুঙ্গে।
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: আইপিএলে (IPL 2022) দর্শক ফিরেছে। ব্যাটার চার-ছয় মারছেন বা বোলার উইকেট নিচ্ছেন, টিভি ক্যামেরার ফোকাসে গ্যালারিতে থাকা দর্শকদের দিকে। কোথাই উচ্ছ্বাসের ছবি, কোথাও আবার হতাশার মুখ। নানান অভিব্যক্তি আইপিএলের গ্যারালিতে। ক্যামেরার ফোকাসে এমন অনেক মুখও উঠে আসছে যাদের দেখে নেট দুনিয়ায় ঝড় উঠছে। বলাই বাহুল্য সুন্দর মুখের দিকেই ফোকাস থাকছে টিভি ক্যামেরার। নেট দুনিয়ায় যাদের নতুন নাম মিস্ট্র গার্ল। এমনই দুই রহস্যময়ীর খোঁজ পাওয়া গিয়েছিল গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ম্যাচে। টিভি ক্যামেরায় দুই মেয়ের মুখ ভেসে উঠতেই ঝড় উঠল নেট দুনিয়ায়। দুই রহস্যময়ীর পরিচয় বেরিয়ে এল। তাদের নাম ক্যাট ক্রিস্টিয়ান (Kat Kristian) ও অবন্তিকা শর্মা (Avantika Sharma)। দুজনকেই দেখা গিয়েছিল রিয়ালিটি শো স্পিটসভিলায়। দুই কন্যার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

 

 

ক্যাট ক্রিস্টিয়ান ও অবন্তি শর্মাকে দেখা গেল হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সকে সমর্থন করতে। রাহুল তেওয়াটিয়া ও রাশিদ খানের দাপটে কার্যত হারা ম্যাচটা জিতে নিয়েছিল গুজরাত টাইটান্স। উমনার মালিকের পাঁচ উইকেটও তাঁদের থামাতে পারেনি। গুজরাতের জয়ে দুই রহস্যময়ীর উচ্ছ্বাসও ছিল চোখে পরার মত।

 

 

হার্দিকের দল হোক বা উইলিয়ামসনের দল। মাঠে যে দুই দলই খেলুক, গ্যালারিতে সুন্দর মুখে ছড়াছড়ি। গুজরাতের খেলা থাকলেই মাঠে দেখা যাচ্ছে হার্দিকের স্ত্রীর নাতাশা স্ট্যানকোভিচকে। কিছুদিন আগেই মাঠে দেখা গেল পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টাকে। কলকাতার ম্যাচে মাঠে থাকছেন শাহরুখ কন্যা সুহানা খানকে। সেলেবদের সঙ্গে থাকছেন তাঁদের বন্ধু বান্ধীরাও। দর্শক ফেরায় মাঠের লড়াই যেমন অন্যা মাত্রা পেয়েছে, তেমনই গ্যালারিও যেন নিজের রং ফিরে পেয়েছে।

 

আরও পড়ুন : Asian Badminton Championship: ৩ গেমের দুরন্ত থ্রিলারে বিংজিয়াওকে হারিয়ে সেমিফাইনালে পিভি সিন্ধু

Next Article