অ্যান্টিগা: কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর রানার্স আপ। শনিবার শেষ আটের ম্যাচে ভারতের (India) প্রতিপক্ষ বাংলাদেশ (Bangladesh)। গত যুব বিশ্বকাপের (ICC U19 Cricket World Cup) ফাইনালে বাংলাদেশের কাছেই হারতে হয়েছিল ভারতকে। এ বারের ম্যাচ তাই ভারতীয় যুব দলের কাছে বদলার ম্যাচ। অপরাজিত থেকেই অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের নকআউটে পৌঁছিয়েছে ভারত। কোয়ার্টার ফাইনালের ম্যাচের আগেই ভারতীয় শিবিরে স্বস্তি। কোভিড ধাক্কা কাটিয়ে ফিরে এসেছেন অধিনায়ক যশ ধুলসহ ভারতের ৬ ক্রিকেটারই। তবে কোয়ার্টার ফাইনালের ম্যাচের আগে কোভিড পজিটিভ বাঁ-হাতি স্পিনার নিশান্ত সিন্ধু। উগান্ডার বিরুদ্ধে দারুণ বোলিং করে নজর কেড়েছিলেন। কিন্তু বাংলাদেশ ম্যাচের আগে কোভিড পজিটিভ হওয়ায় আপাতত হোটেলবন্দি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দল নামাতেই বিপাকে পড়ে গিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেই ধাক্কা কাটিয়ে এখন কাপ জয়ের লক্ষ্যেই স্থির ভারতীয় দল। বাংলাদেশ গত যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন। ফলে কাজটা মোটেই সহজ হবে না ভারতের পক্ষে।
অধিনায়ক যশ ধুল ও সহ অধিনায়ক শেখ রশিদ দু’জনেই করোনায় সংক্রমিত হয়েছিলেন। মেগা ম্যাচের আগে দু’জনের কোভিড রিপোর্টই নেগেটিভ। এছাড়া বাকি চারজনের রিপোর্টও নেগেটিভ। দলের সঙ্গে অনুশীলনও করেছেন। ওপেনার অংকৃষ রঘুবংশী শেষ দুটো ম্যাচেই বড় রান পেয়েছেন। বাঁ-হাতি স্পিনার ভিকি ওস্টওয়ালও চলতি বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেছেন। পেস অ্যাটাকে আছেন বাংলার রবি কুমার আর রাজবর্ধন হাঙ্গারগেকার। গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে বদলা নিতে চান যশ ধুলরা। প্রতিশোধের মেজাজেই ম্যাচ জিততে মরিয়া হৃষিকেশ কানিতকারের ছেলেরা। বাংলাদেশ বর্তমান অধিনায়ক রাকিবুল হাসান গতবারের চ্যাম্পিয়ন দলের সদস্য। ফলে সেই স্মৃতি এখনও তাঁর মনে টাটকা।
বাংলাদেশ বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হারে। কিন্তু কানাডা আর সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছয় বাংলাদেশ যুব দল। ভারতের অল রাউন্ডার রাজ বাওয়ার পারফরম্যান্সও বেশ ঈর্ষণীয়। উগান্ডার বিরুদ্ধেও দুরন্ত ব্যাটিং করেন রাজ। ওপেনার হর্নুর সিংও বড় রান পেতে তৈরি। সম্প্রতি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে হারায় ভারত। এবার বিশ্বকাপের আসরে বদলা নিতে মুখিয়ে ভারতের যুব দল।
আরও পড়ুন: Ranji Trophy: দুই ধাপে আয়োজিত হবে রঞ্জি ট্রফি, বললেন জয় শাহ