India vs Pakistan: বছর শেষে সুপার সানডে-তে ২২ গজে ফের ভারত-পাকিস্তান
U19 Men's Asia Cup 2023: তেইশের শেষে ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য বিরাট বিনোদন অপেক্ষা করছে। একদিকে ভারতের সিনিয়র টিম প্রোটিয়া সফরে যাচ্ছে। আর অন্যদিকে টিম ইন্ডিয়ার রাইজিং স্টাররা খেলতে চলেছেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে। তার ফলে বছরের শেষে আবার হবে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ। কবে দেখবেন এই হাইভোল্টেজ ম্যাচ? জেনে নিন বিস্তারিত।

নয়াদিল্লি: তেইশ সাল শেষ হল বলে। ক্যালেন্ডারের পাতা উলটে গেলেই নতুন বছর। তার আগে ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য রয়েছে বিনোদনের পসরা। চলতি ডিসেম্বরে একদিকে ভারতের সিনিয়র টিম (Team India) যাবে প্রোটিয়া সফরে। নেলসন ম্যান্ডেলার দেশে টি-২০, ওডিআই এবং টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। অন্যদিকে টিম ইন্ডিয়ার রাইজিং স্টাররা খেলতে চলেছেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে (U19 Asia Cup)। আর সেখানেই হবে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সূচি ঘোষণা করা হয়েছে। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সূচি।
যুব এশিয়া কাপ শুরু হচ্ছে ঠিক এক সপ্তাহ পর। ৮ ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও আফগানিস্তান। টুর্নামেন্টের ফাইনাল ১৭ ডিসেম্বর। যুব এশিয়া কাপে ৮-১৭ ডিসেম্বর প্রতিদিনই জোড়া ম্যাচ রয়েছে। ভারতীয় দলকে এই ইভেন্টে নেতৃত্ব দেবেন উদয় সাহারান। এই টুর্নামেন্টে যে ম্যাচের দিকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেট প্রেমীরা তাকিয়ে রয়েছেন তা হল ১০ ডিসেম্বর, রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচ।
এ বারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ হবে মোট ৮ দলের। গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল। গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি ও জাপান। দুবাইতে অনুষ্ঠিত হবে ২০২৩ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এক ঝলকে দেখে নিন আসন্ন যুব এশিয়া কাপের সূচি —
Anticipation mounts as we are all set for the commencement of the U-19 Men’s Asia Cup! Brace yourself for an epic showdown as Dubai hosts the top 8 Asian teams while they lock horns against each other to attain ultimate glory. #ACCU19MensAsiaCup #ACC pic.twitter.com/qHZzJW2WpE
— AsianCricketCouncil (@ACCMedia1) December 1, 2023
