
কলকাতা: জেন্টল ম্যানস গেম! ক্রিকেটকে এ ভাবেই ভদ্রলোকের খেলা হিসেবে তুলে ধরা হয়। সেই ক্রিকেট আরও একবার কলঙ্কিত। অতীতেও নানারকম ঘটনা ঘটেছে ক্রিকেট ঘিরে। কিন্তু এমন জঘন্য ও কদর্য দৃশ্য কখনও দেখা গিয়েছে কিনা জানা নেই। টি-টোয়েন্টি বা ওয়ান ডে-তে নানা ঘটনা ঘটে। কিন্তু টেস্ট ক্রিকেটকে কৌলিন্যের স্থান দেওয়া হয়। এই ঘটনা টেস্ট ম্যাচেই। দুই দেশের ক্রিকেটার মারামারিতে জড়িয়ে পড়লেন টেস্ট খেলতে নেমে। এমন দৃশ্য দেশে শিউরে উঠেছে ক্রিকেট দুনিয়া।
কী ঘটেছে? ঢাকায় ছিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার চার দিনের টেস্ট ম্যাচ। তৃতীয় দিন ঘটেছে এই কলঙ্কিত ঘটনা। ১০৫তম ওভারে বল করছিলেন প্রোটিয়াদের শেপো এনটুলি। রিপন মণ্ডল তাঁকে প্রথম বলেই ছয় মারেন। তারপরই দুই ক্রিকেটারকে বাগবিতণ্ডায় জড়াতে দেখা যায়। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, এনটুলি প্রথম ঠেলা দেন রিপনকে। এনটুলি এতেই থামেননি। রিপনের হেলমেট ধরে টানতে শুরু করেন। তাঁকে সেই সময় ছাড়ানো যাচ্ছিল না। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যেতে দেখে আম্পায়ার সঙ্গে সঙ্গে আসরে নামেন। তাতেও প্রথম শান্ত করা যায়নি দুই ক্রিকেটারকে।
ম্য়াচে এই ঘটনা নিয়ে এখনও ম্য়াচ কমিশনার কিছু বলেননি। তবে কড়া রিপোর্ট জমা দেবেন, সন্দেহ নেই। তবে এই ঘটনার জেরে দুই দেশের ক্রিকেটারকে ডেকে সতর্ক করা হবে প্রাথমিক ভাবে। বলা হচ্ছে বড়সড় শাস্তি হতে পারে দু’জনেরই।
Things got out of control between Tshepo Ntuli and Ripon Mondol during the SA Emerging vs Bangladesh Emerging match today and the umpires were forced to intervene pic.twitter.com/EhYC6KVj4u
— Werner (@Werries_) May 28, 2025