টিম ইন্ডিয়ার নতুন চিন্তা উমেশের চোট

৭ তারিখ থেকে শুরু হবে তৃতীয় টেস্ট। তার আগে উমেশ ফিট না হলে, সমস্যায় পড়তে হবে রাহানে-শাস্ত্রীকে।

টিম ইন্ডিয়ার নতুন চিন্তা উমেশের চোট
চোট পেয়ে মাঠ ছাড়ছেন উমেশ। ছবি সৌজন্যে - টুইটার (বিসিসিআই)
Follow Us:
| Updated on: Dec 28, 2020 | 1:56 PM

TV9 বাংলা ডিজিটাল –  অস্ট্রেলিয়া সফরে আসতেই পারেননি ইশান্ত শর্মা। প্রথম টেস্টে চোটে পেয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন মহম্মদ সামি। এবার কি সেই তালিকায় নাম লেখালেন উমেশ যাদব (Umesh Yadav) ? টিম ইন্ডিয়ার অন্দরে এখন নতুন চিন্তা উমেশের চোট (injury)। ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করার সময় চোট পেলেন উমেশ। ওভার শেষ করার আগেই খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার।

প্রথম ইনিংসে ১৩১ রানের লিড নিয়ে মেলবোর্নে বোলিং করতে নামে রাহানের দল। নিজের দ্বিতীয় ওভারে বার্নসের উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ব্যাক ফুটে ঠেলে দেন উমেশ। চতুর্থ ওভারে বোলিং করার সময় সমস্যার শুরু। বাঁ-পায়ের কাফ মাসলে (calf muscle) চোট পান উমেশ। সঙ্গে সঙ্গে মাঠে আসেন ফিজিও। সাধারণ শুশ্রূষার পরও অবস্থার উন্নতি না হওয়ার মাঠ ছাড়েন তিনি।

আরও পড়ুন – দশকের সেরা টেস্ট অধিনায়ক বিরাট

এমসিজি থেকেই সোজা স্ক্যান করতে নিয়ে যাওয়া হয় টিম ইন্ডিয়ার পেসারকে। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে পূর্ণাঙ্গ রিপোর্ট না এলেও, ক্রিকেট মহলের মতে বক্সিং ডে টেস্টে আর মাঠে নামা হচ্ছে না টিম ইন্ডিয়ার পেসারের। ৭ তারিখ থেকে শুরু হবে তৃতীয় টেস্ট। তার আগে উমেশ ফিট না হলে, সমস্যায় পড়তে হবে রাহানে-শাস্ত্রীকে। দলের সঙ্গে আছেন নভদীপ, শার্দূল, নাটরাজনরা। তাদের মধ্যে থেকেই বেছে নিতে হবে উমেশের বিকল্প।