Handshake Gate, India vs Bangladesh: ভারত-বাংলাদেশ ছোটদের ম্যাচে এ বার হেন্ডশেক বিতর্ক, জল গড়াবে অনেক দূর?
Under 19 Cricket World Cup, India vs Bangladesh: বৃষ্টিবিঘ্নিত ম্যাচ শুরু হয়েছে দেরিতে। কিন্তু টস করতে গিয়ে ভারতের ক্যাপ্টেন আয়ুশ মাত্রে এবং বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন জাওয়াদ আবরার হাত মেলাননি। আশ্চর্যের ব্যাপার হল, টিমে থাকলেও বাংলাদেশের ক্যাপ্টেন আজিজুল হাকিম টস করতে যাননি। টসে জিতে বাংলাদেশ বল করার সিদ্ধান্ত নেয়।

কলকাতা: আবার হ্যান্ডশেক বিতর্ক। তবে পাকিস্তান নয়, এ বার বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেঁটে ফেলার পর তুমুল বিতর্ক তৈরি হয়েছে দুই দেশে। তার রেশ খেলার দুনিয়া থেকে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলেও। পরিস্থিতি এতটাই জটিল যে, ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসতে রাজি নয়। আইসিসি বরফ গলানোর চেষ্টা করছে। কিন্তু আলোচনায় আইসিসির টিমে থাকা এক ভারতীয় সদস্যকে ভিসা দেয়নি বাংলাদেশ। যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই পরিস্থিতিতে জিম্বাবোয়েতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলতে নেমেছে ভারত ও বাংলাদেশ। এই ম্য়াচে ভারতই ফেভারিট। কিন্তু প্রতিপক্ষ যেহেতু বাংলাদেশ, তাই আগ্রহ কম নেই দু’দেশের ক্রিকেট মহলে। তারই মধ্যে ঘটে গেল হ্যান্ডশেক বিতর্ক।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচ শুরু হয়েছে দেরিতে। কিন্তু টস করতে গিয়ে ভারতের ক্যাপ্টেন আয়ুশ মাত্রে এবং বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন জাওয়াদ আবরার হাত মেলাননি। আশ্চর্যের ব্যাপার হল, টিমে থাকলেও বাংলাদেশের ক্যাপ্টেন আজিজুল হাকিম টস করতে যাননি। টসে জিতে বাংলাদেশ বল করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে কিছুটা বিপাকে পড়েছে ভারত। বৈভব সূর্যবংশী টানছেন টিমকে। তা গুরুত্বপূর্ণ নয়। হ্যান্ডশেক বিতর্ক নতুন করে দেখা দেওয়ায় চাপ তৈরি হয়েছে। দুই দেশের ক্রিকেট সম্পর্ক তলানিতে চলে যাবে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।
গত বছর এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে হেন্ডশেক বিতর্ক শুরু হয়েছিল। তিনবার দুই দেশ মুখোমুখি নামে। কিন্তু কোনওবার ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। পুলওয়ামা জঙ্গিহানার কারণে দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক বেশ খারাপ। তারই জের পড়েছিল ক্রিকেট মাঠে। সে নিয়েও বিতর্ক কম হয়নি। ভারত চ্যাম্পিয়ন হওয়ার পরও এশিয়ান কাউন্সিলের চেয়ারম্যান তথা পাকিস্তানের মন্ত্রী মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেন সূর্যকুমার যাদবরা। সেই ট্রফি এখনও পাঠানো হয়নি ভারতে।
এরই মধ্যে ভারত-বাংলাদেশের ছোটদের ম্যাচে হেন্ডশেক বিতর্কের জের টি-টোয়েন্টি বিশ্বকাপে পড়বে কিনা, তা নিয়েও চর্চা শুরু হয়ে গিয়েছে।
