IND VS ENG : ঘরের মাঠেও সেঞ্চুরি চান ইংল্যান্ড অধিনায়ক রুট

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 03, 2021 | 10:27 AM

রুটকে নিয়ে যখন এত কথা, তখন ভারত অধিনায়ক কোহলিকে নিয়ে চর্চা খুব কম। কারণ, চলতি সিরিজে একেবারে ফর্মে নেই ভিকে।

IND VS ENG : ঘরের মাঠেও সেঞ্চুরি চান ইংল্যান্ড অধিনায়ক রুট
ঘরের মাঠে এবার সেঞ্চুরি চান রুট

Follow Us

লন্ডন: চলতি ভারত-ইংল্যান্ড (India vs England) টেস্ট (Test) সিরিজে দুই দলের পেস বোলারদের নিয়ে আলোচনার শেষ নেই। কিন্তু ব্যাটিংয়ের কথা উঠলে এই সিরিজ জুড়ে একটাই নাম। ইংল্যান্ড অধিনায়ক জো রুট (Joe Root)। প্রথম তিনটি টেস্টে তিনটি শতরান। তাতেও সন্তুষ্ট নন ইংল্যান্ড অধিনায়ক। ওভালে আরও একটা শতরান (Century) চাই তাঁর। ঘরের মাঠে বলে কথা।

১০৯, অপরাজিত ১৮০ এবং ১২১। প্রথম তিনটি টেস্টে রুটের স্কোর বুকে এই সংখ্যাগুলো আছে। যদিও রুট বলছেন, ”একজন ব্যাটসম্যান হিসেবে সবাই চায় মাঠে নেমে রান করতে। আমি খুশি যে রান পাচ্ছি। কিন্তু ঘরের মাঠে অনেক দিন হল কোনও শতরান করিনি। আশা করি এই ফর্ম ধরে রাখতে পারব।”

ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে ৫ ইনিংসে ৫০৭ রান করেছেন জো রুট। গড় ১২৬.৭৫। তিনটি শতরান ও একটি অর্ধশতরান তাঁর নামের পাশে। ওভালে জো রুটের পরিসংখ্যানও চমত্‍কার। ঘরের মাঠে সাতটি ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক করেছেন ৫৯২ রান। গড় ৪৯.৩৩। শতরান ২টি।

পরিসংখ্যান যেমন জো রুটের হয়ে কথা বলছে, তেমনই ইতিহাসও ইংল্যান্ড অধিনায়কের পক্ষেই আছে। ওভালে তাঁর করা ২টি শতরানই এসেছে ভারতের বিরুদ্ধে। টিম ইন্ডিয়ার ২০১৪ ও ২০১৮’র সফরে সেঞ্চুরি করেছিলেন রুট। তারপর থেকে ঘরের মাঠে আর শতরান করতে পারেননি তিনি।

ক্রিকেট বিশেষজ্ঞরা একাধিকবার বলেছেন, রুটের উইকেট নিতে পারলেই ভারতের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। ওভালেও সেই ছবিতে বদল হবে না। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জিওফ্রে বয়কটের মতে, কেরিয়ারের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক। যখনই ব্যাট করতে নামছে রুটের ভাবনায় সেঞ্চুরি। এই ফর্ম যেন রুট ধরে রাখতে পারেন, আশা বয়কটের।

রুটকে নিয়ে যখন এত কথা, তখন ভারত অধিনায়ক কোহলিকে নিয়ে চর্চা খুব কম। কারণ, চলতি সিরিজে একেবারে ফর্মে নেই ভিকে। পাশাপাশি ওভালে তাঁর রেকর্ডও খুব খারাপ। রুট যেখানে একের পর এক শতরান করছেন, তখন ইডেনে পিঙ্ক বল টেস্টের পর থেকে সেঞ্চুরির খরা বিরাটের ব্যাটে।

আরও পড়ুন: IND VS ENG : ওভালে সচিনের রেকর্ড ভাঙলেন বিরাট

Next Article