IND VS ENG : ওভালে সচিনের রেকর্ড ভাঙলেন বিরাট
কোহলির ২৩ হাজার রানের মধ্যে প্রায় আট হাজার রান টেস্ট ক্রিকেটে
লন্ডন: অধিকাংশ ক্রিকেট ভক্তের মত তিনিও সচিন তেন্ডুলরকে ভগবান বলেই মনে করেন। তাঁর ক্রিকেট কেরিয়ারে সচিনের ভূমিকার কথা বারবার বলেছেন বিরাট। ওভাল টেস্টে নিজের ভগবানকেই পেছনে ফেলে দিলেন ভারত অধিনায়ক। বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে ২৩ হাজার আন্তর্জাতিক রান করলেন বিরাট কোহলি।
কোহলির ২৩ হাজার রানের মধ্যে প্রায় আট হাজার রান টেস্ট ক্রিকেটে। ১২ হাজার ১৬৯ রান একদিনের ক্রিকেটে। টি২০ আন্তর্জাতিকে কোহলির দখলে রয়েছে ৩ হাজার ১৫৯ রান।
২৩ হাজারের ক্লাবে পৌঁছতে ৪৯০টি ইনিংস নিলেন বিরাট। সচিন এই কৃতিত্ব গড়েছিলেন ৫২২টি ইনিংসে। তৃতীয় স্থানে আছেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। তাঁর লেগেছিল ৫৪৪টি ইনিংস। তারপর দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস, ৫৫১ ইনিংসে ২৩হাজার আন্তর্জাতিক রান করেছিলেন।
এখনও পর্যন্ত ৭জন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার বা তার বেশি রান করেছেন। তালিকায় সবার ওপরে সচিন। ৩৪ হাজার ৩৫৭ রান মাস্টার ব্লাস্টারের দখলে। মোট রানের তালিকায় বিরাট এখন রয়েছেন সাত নম্বরে। তাঁর ঠিক ওপরে আরেক ভারতীয় লেজেন্ড রাহুল দ্রাবিড়।
ভারতীয় ক্রিকেটের হিসেবে কোহলি এখন দেশের তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার। তাঁর আগে রয়েছেন সচিন ও রাহুল। নতুন রেকর্ড গড়লেও বেশ কয়েক মাস ধরে বিরাটের ব্যাটে শতরানের খরা। ইডেনে প্রথম পিঙ্ক বল টেস্টে শেষ শতরান করেছিলেন বিরাট। ইংল্যান্ড সফরেও খুব একটা ছন্দে নেই। রেকর্ড দখলে এলেও সেটা নিয়ে এখন তাঁর ভাবার সময় নেই কোহলির। বরং বড় রানের ইনিংসের খোঁজে ভারত অধিনায়ক।