AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SA vs SL: প্রোটিয়াদের জয়, WTC পয়েন্ট টেবলে প্রথম দুই থেকে আউট অস্ট্রেলিয়া

WTC Point Updated Table: ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজে ক্লিনসুইপ হওয়ার শীর্ষস্থান হারিয়েছিল ভারত। পারথে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফের শীর্ষে ভারতীয় দল। অস্ট্রেলিয়া ছিল দ্বিতীয় স্থানে। কিন্তু শ্রীলঙ্কার হারে প্রথম দুই থেকে আউট অস্ট্রেলিয়া।

SA vs SL: প্রোটিয়াদের জয়, WTC পয়েন্ট টেবলে প্রথম দুই থেকে আউট অস্ট্রেলিয়া
Image Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: Nov 30, 2024 | 10:23 PM

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম দুই সংস্করণেই ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত। তবে দু-বারই রানার্স। টানা তৃতীয় বার ফাইনালের হাতছানি ভারতের। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলে শুরু থেকেই পয়েন্ট টেবলে শীর্ষস্থানে ছিল ভারত। যদিও ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজে ক্লিনসুইপ হওয়ার শীর্ষস্থান হারিয়েছিল ভারত। পারথে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফের শীর্ষে ভারতীয় দল। অস্ট্রেলিয়া ছিল দ্বিতীয় স্থানে। কিন্তু শ্রীলঙ্কার হারে প্রথম দুই থেকে আউট অস্ট্রেলিয়া।

জায়গা দুই, দৌড়ে পাঁচ টিম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার এ বার কঠিন লড়াই। ভারত পয়েন্ট টেবলে শীর্ষে থাকলেও ফাইনাল নিশ্চিত নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে বাকি চারের মধ্যে অন্তত তিন ম্যাচ জিততেই হবে। ফাইনালে জেতে ভারতের কাছে এটিই শেষ সিরিজ। শেষ সুযোগও বলা যায়। লড়াইটা আরও জমল। তবে আপাতত চাপ বাড়ল অস্ট্রেলিয়ার।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৩৩ রানের বিশাল ব্যবধানে জিতে পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। শীর্ষে থাকা ভারতের পয়েন্ট পার্সেন্টেজ ৬১.১১। জিতে ৫৯.২৬ পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার পয়েন্ট পার্সেন্টেজ ৫৭.৬৯। তৃতীয় স্থানে নেমে গেল তারা। চারে রয়েছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে টেস্ট সিরিজ চলছে। নিউজিল্যান্ডের কাছেও সুযোগ রয়েছে পয়েন্ট টেবলে এগনোর। নিউজিল্যান্ডের পয়েন্ট পার্সেন্টেজ ৫৪.৫৫।