USA U19 vs Argentina U19 : দুই ‘ভারতীয়’র ব্যাটে আমেরিকার ক্রিকেটে ইতিহাস, ৪৫০-র বেশি রানে জয়!
অনূর্ধ্ব ১৯ ইউএসএ এবং আর্জেন্টিনা টিমের মধ্যে ছিল ম্যাচ। প্রথমে ব্যাট করে আমেরিকার টিম ৮ উইকেট হারিয়ে ৫১৫ রানের বিশাল স্কোর গড়ে।
টরেন্টো : ৫০ ওভারের ক্রিকেটে ৫০০-র বেশি রান! অসম্ভব মনে হলেও এটাই সত্য়ি। ২২ গজে অসম্ভব যে কিছুই নয় তার প্রমাণ মিলল আরও একবার। ৫০ ওভারের ম্যাচে উঠল ৫১৫ রান। পাহাড়প্রমাণ রান তাড়া করার চাপ নিতে পারল না বিপক্ষ টিম। ফলে ৪৫০ রানের বিশাল ব্যবধানে জয়। এমনই অবিশ্বাস্য ম্যাচের দেখা মিলেছে অনুর্ধ্ব ১৯ ছেলেদের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে। অনূর্ধ্ব ১৯ ইউএসএ এবং আর্জেন্টিনা টিমের মধ্যে ছিল ম্যাচ। প্রথমে ব্যাট করে আমেরিকার টিম ৮ উইকেট হারিয়ে ৫১৫ রানের বিশাল স্কোর গড়ে। ব্যাটারদের তাণ্ডবের পর বোলাররাও আছড়ে পড়ে ফুটবল সর্বস্ব দেশটির ক্রিকেট টিমের উপর। আর্জেন্টিনার গোটা দল গুটিয়ে গেল মাত্র ৬৫ রানে। রেকর্ড ৫১৫ রান তোলার পাশাপাশি ৪৫০ রানের বিশাল ব্যবধানে জয়ে ইতিহাস গড়েছে আমেরিকার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট টিম। যার নেপথ্যে রয়েছেন দুই ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার। তাঁরা কারা? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্রণব চেট্টিপলায়ম এবং ভব্য মেহতা ইউএসএ-র হয়ে বিস্ফোরক সূচনা করেন। দু’জনই প্রথম উইকেটে ১১.২ ওভারে ১১৫ রানে পার্টনারশিপ খেলেন। প্রণব (৬১) রানে আউট হওয়ার পর ক্রিজে নামেন আরও এক ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার ঋষি রমেশ। ঋষি ও ভব্য মিলে দ্রুত গতিতে রান তোলেন। দ্বিতীয় উইকেটে দু’জনের মধ্যে ২১১ রানের পার্টনারশিপ হয়। দুই ব্যাটারই শতরান করেন। ভব্য মেহতা ৯১ বলে ১৩৬ রানে ইনিংস খেলেন। ঋষি ৫৯ বলে ১০০ রান করে আউট হন। এরপর অর্জুন রমেশের ৬৭ রান ও বাকিদের সাহায্যে ৮ উইকেটে ৫১৫ রান তোলে অনূর্ধ্ব ১৯ ইউএসএ টিম।
A quite incredible day in Toronto for our U19 Men’s team today. – Total of 515/8 – Victory by 450 runs – 2 individual centuries – 211 run partnership – Individual 6 wicket haul
Well done to the whole squad and the support staff.
Photos: ICC/Peter Della Penna pic.twitter.com/idsgteEhsE
— USA Cricket (@usacricket) August 15, 2023
পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে পুরোপুরি ব্যর্থ আর্জেন্টিনা টিম। আর্জেন্টিনার ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২০ ওভারে। ৬৫ রানে গুটিয়ে যায় তারা। দলের হয় সর্বাধিক ১৮ রান থিও ব্রুডেনহিলের। ইউএসএ-র হয়ে আরিন নর্দকিন ৬ ওভারে ২১ রানের বিনিময়ে ৬ উইকেট নেন।