PSL 2023: ৩৬ বলে শতরান! পিএসএলে দ্রুততম সেঞ্চুরির নয়া রেকর্ড উসমানের

ম্যাচের ১০তম ওভারে উসমান খান আউট হন। ততক্ষণে তিনি মুলতানের স্কোর ১৫৭ রানে পৌঁছে দিয়েছেন। অন্য প্রান্তে কিপার ব্যাটাপর মহম্মদ রিজওয়ান নীরব দর্শক হয়ে উপভোগ করছিলেন চার-ছক্কা।

PSL 2023: ৩৬ বলে শতরান! পিএসএলে দ্রুততম সেঞ্চুরির নয়া রেকর্ড উসমানের
Image Credit source: Twitter

| Edited By: তিথিমালা মাজী

Mar 12, 2023 | 12:05 AM

ইসলামাবাদ: ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের জন্য বিখ্যাত টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগগুলি। পিএসএল (PSL 2023) দর্শকদের মনোরঞ্জনে কসুর রাখছে না। যেমন উদ্ভট ঘটনার দেখা মিলছে, তেমনই ব্যাটে উঠছে ঝড়। পাকিস্তান সুপার লিগে নিত্যদিনই তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। শনিবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে টুর্নামেন্টের দ্রুততম সেঞ্চুরি করলেন মুলতান সুলতানসের ওপেনার উসমান খান (Usman Khan)। ২৭ বছর বয়সী ডানহাতি ব্যাটার মাত্র ৩৬ বলে সেঞ্চুরি হাঁকান। আউট হওয়ার আগে তিনি ৪৩ বলে ১২০ রান করে যান। যার মধ্যে ছিল ১২টি চার ও নয়টি ছক্কা। উসমানের এই বিধ্বংসী ইনিংসের সৌজন্যে মুলতান সুলতানের (Multan Sultans) দল নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২৬২ রানের পাহাড় গড়ে তুলতে সক্ষম হয়। যা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় স্কোর। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

২৪ ঘন্টার মধ্যে রেকর্ড ভাঙলেন উসমান

২৪ ঘন্টার মধ্যে টুর্নামেন্টের দ্রুততম সেঞ্চুরি রেকর্ড ভেঙে দিয়েছেন উসমান। শুক্রবার রাতে পেশোয়ার জালমির বিরুদ্ধে ৪১ বলে সেঞ্চুরি করেন মুলতান সুলতানসের হয়ে খেলা প্রোটিয়া ক্রিকেটার রাইলি রুশো। সতীর্থর রেকর্ড ভাঙতে উসমান খানের ২৪ ঘন্টারও কম সময় লাগল। পেশোয়ার জালমির বিরুদ্ধে রাইলি নিজের রেকর্ড ভেঙেছিলেন। ২০২০ সালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে মাত্র ৪৩ বলে সেঞ্চুরি হাঁকান। ২০২৩ সালে এসে ফের সেঞ্চুরি করতে দুই বল কম লেগেছিল রুশোর। কিন্তু উসমানের জন্য সেই রেকর্ড বেশিক্ষণ স্থায়ী হল না।

গত মাসে পাকিস্তান সুপার লিগে তাঁর প্রথম ম্যাচ খেলেন উসমান খান। টুর্নামেন্টে অভিষেক হওয়ার পর থেকে ব্যাটে ঝড় তোলেন তিনি। ১৯৯৫ সালের ১০ মে করাচিতে জন্মগ্রহণ করেন উসমান খান। এই শহরের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। পরবর্তীতে, সংযুক্ত আরব আমিরশাহী চলে যান। সেখানে গিয়ে ক্রিকেট খেলা শুরু করেন। ইউএই-তে ভালো খেলার সুবাদে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পান। সেখান থেকে পাকিস্তান সুপার লিগে পৌঁছে গিয়েছেন উসমান।