Indian Cricket: ইংল্যান্ড সফরে যাচ্ছেন বৈভব সূর্যবংশী, আয়ুষ মাহত্রে! খেলবেন টেস্ট-ওডিআই

India Tour of England: সবচেয়ে বেশি আলোচনায় বৈভব। মাত্র ১৪ বছর বয়স। এ মরসুমের দ্রুততম হাফসেঞ্চুরি করেন। সেখানেই থামেননি। ৩৫ বলে সেঞ্চুরি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আইপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন। সেই বৈভব এ বার ভারতীয় দলের হয়ে ইংল্যান্ডে খেলতে যাবেন!

Indian Cricket: ইংল্যান্ড সফরে যাচ্ছেন বৈভব সূর্যবংশী, আয়ুষ মাহত্রে! খেলবেন টেস্ট-ওডিআই
Image Credit source: PTI

Apr 29, 2025 | 6:51 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সাড়া ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। গত রাতে রাজস্থান রয়্যালসের হোম ম্যাচ ছিল। খাদের কিনারায় থাকা রাজস্থান দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে। সঙ্গে নেট রান রেটও বাড়িয়ে নিয়েছে। গুজরাট টাইটান্সের মতো ছন্দে থাকা দলের বিরুদ্ধে বিশাল স্কোর তাড়া করেছে রয়্য়ালস। আর এই ম্যাচেই বিধ্বংসী ইনিংস খেলেছেন দুই তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল। সবচেয়ে বেশি আলোচনায় বৈভব। মাত্র ১৪ বছর বয়স। এ মরসুমের দ্রুততম হাফসেঞ্চুরি করেন। সেখানেই থামেননি। ৩৫ বলে সেঞ্চুরি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আইপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন। সেই বৈভব এ বার ভারতীয় দলের হয়ে ইংল্যান্ডে খেলতে যাবেন!

আইপিএল শেষে ইংল্য়ান্ড সফরে যাবে ভারতের সিনিয়র দল। তেমনই ভারতের অনূর্ধ্ব ১৯ দলও ইংল্যান্ডে যাবে। সেই টিমের সঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল বৈভব সূর্যবংশী এবং আয়ুষ মাহত্রের মতো ক্রিকেটারদের। বৈভব সদ্য আইপিএলে অভিষেক করলেও এর আগে অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলেছেন। তেমনই আয়ুষ মাহত্রেও। দ্বিতীয় জন আইপিএলে শুরুতে টিম পাননি। চেন্নাই সুপার কিংস ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ার পর আয়ুষকে নেওয়া হয়। চেন্নাইয়ের জার্সিতে খেলেওছেন। এ বার ইংল্যান্ড সফরে বাড়তি নজর থাকবে।

ভারতের অনূর্ধ্ব ১৯ দল ইংল্যান্ড সফরে পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলবে। ২৭ জুন থেকে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ। দুটি টেস্ট টেস্ট রয়েছে। ম্যাচ দুটি হবে চেমসফোর্ডে। প্রথম ম্যাচ ১২-১৫ জুলাই ও দ্বিতীয় ম্যাচ ২০-২৩ জুলাই। তার আগে নজর থাকবে আইপিএলের বাকি ম্যাচগুলোতে ১৭ বছরের আয়ুষ মাহত্রে এবং ১৪ বছরের বৈভব কেমন পারফর্ম করেন।