Vaibhav Suryavanshi: অবশেষে সেঞ্চুরি, মঙ্গলে মহারাষ্ট্রের বিরুদ্ধে মুস্তাকে বিরাট রেকর্ড বৈভব সূর্যবংশীর

SYED MUSHTAQ ALI Trophy: ইডেন গার্ডেন্সে এর আগে চণ্ডীগড়, মধ্যপ্রদেশ ও জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে বৈভব করেন যথাক্রমে ১৪, ১৩ ও ৫ রান। এ বার রানে ফিরলেন বৈভব। তবে শুধু রানেই নয়, সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডও গড়েছেন তিনি। কী সেই রেকর্ড?

Vaibhav Suryavanshi: অবশেষে সেঞ্চুরি, মঙ্গলে মহারাষ্ট্রের বিরুদ্ধে মুস্তাকে বিরাট রেকর্ড বৈভব সূর্যবংশীর
অবশেষে সেঞ্চুরি, মঙ্গলে মহারাষ্ট্রের বিরুদ্ধে মুস্তাকে বিরাট রেকর্ড বৈভব সূর্যবংশীরImage Credit source: PTI

Dec 02, 2025 | 2:09 PM

কলকাতা: ৩ ম্যাচ পর অবশেষে ইডেনে চলল ভারতের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) ব্যাট। মহারাষ্ট্রের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির (SYED MUSHTAQ ALI Trophy) ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন বিহারের বৈভব। ইডেন গার্ডেন্সে এর আগে চণ্ডীগড়, মধ্যপ্রদেশ ও জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে বৈভব করেন যথাক্রমে ১৪, ১৩ ও ৫ রান। এ বার রানে ফিরলেন বৈভব। তবে শুধু রানেই নয়, সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডও গড়েছেন তিনি। কী সেই রেকর্ড?

সবচেয়ে কম বয়সে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সেঞ্চুরির রেকর্ড

মাত্র ১৪ বছর বয়সে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন বিহারের ওপেনার বৈভব সূর্যবংশী। তিনি ঠিক ১৪ বছর ২৫০ দিন বয়সে মহারাষ্ট্রের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সেঞ্চুরি করেছেন। আর তাতেই সবচেয়ে কম বয়সে এই টুর্নামেন্টে তিন অঙ্কের রান করা ক্রিকেটার হয়েছেন।

মহারাষ্ট্রের বিরুদ্ধে বৈভব

প্রথমে ব্যাটিং করে বিহার ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ১৭৬ রান। বৈভব ওপেনিংয়ে নেমে শেষ অবধি ৬১ বলে ১০৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তাঁর ইনিংস সাজানো ছিল ৭টি চার ও ৭টি গগনচুম্বী ছয় দিয়ে। ২০তম ওভারে শতরান পূর্ণ করেন বৈভব। তিন অঙ্কের রানে পৌঁছতে তাঁর লাগে ৫৮ বল।

বৈভবের অপর এক রেকর্ড

বিহারের হয়ে এক ইনিংসে টি-২০-তে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড গড়েছেন বৈভব। ওপেনিংয়ে নেমে তিনি ৭টি ছয় মেরেছেন। এর আগে বিহারের রাজেশ সিং টি-২০ ফর্ম্যাটে এক ইনিংসে ৬টি ছয় মেরেছিলেন।

উল্লেখ্য, প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট এ ও টি-২০-তে যথাক্রমে বৈভব খেলেছেন ৮, ৬ ও ১৬টি ম্যাচ। তাতে বৈভব করেছেন যথাক্রমে ২০৭, ১৩২ ও ৬৪৪ রান। এর মধ্যে টি-২০-তে তিনি করেছেন ৩টি সেঞ্চুরিও।