
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে বৈভবের বিধ্বংসী ব্যাটিং দেখা গিয়েছে। ইংল্যান্ড সফরে কেমন পারফর্ম করেন, সে দিকে বাড়তি নজর। তার প্রস্তুতি চলছে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। ইংল্যান্ড সফরে ভারতের অনূর্ধ্ব ১৯ স্কোয়াডে থাকা অনেক ক্রিকেটারই পৌঁছে গিয়েছেন। দ্রুতই যোগ দেবেন ক্যাপ্টেন আয়ুষ মাহত্রেও। আলোচনায় কিন্তু ১৪ বছরের বৈভব সূর্যবংশীই।
ভারতীয়দের মধ্যে আইপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন বৈভব সূর্যবংশী। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেছেন তিনি। সেই রেকর্ড হয়তো কোনও দিন ভাঙা যেতেই পারে। কিন্তু মাত্র ১৪ বছর বয়সে সেঞ্চুরি! এই রেকর্ড ভাঙা কঠিন। আইপিএলের মঞ্চে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়নের রেকর্ডও বৈভবের দখলে। এখন নজরে ইংল্যান্ড সফর।
কঠিন সফরের আগে কী ভাবে প্রস্তুতি নেওয়া যেতে পারে? অবশ্যই বৈভবের কাছে ব্যাটিং স্কিল ঝালাই করে নেওয়ার প্রয়োজন। সঙ্গে ফিল্ডিংয়েও। কিন্তু সিনেমা দেখে প্রস্তুতি নেওয়া যায় কি? ছোটদের ক্ষেত্রে শুধুমাত্র টেকনিকাল প্রস্তুতিই সব নয়। মানসিক ভাবেও তরতাজা থাকা প্রয়োজন। সেটাই হয়তো করতে চাইছেন বৈভব। ক্রিকেটের প্রস্তুতির পাশাপাশি মানসিক ভাবেও দুর্দান্ত জায়গায় থাকবে তাঁর ইংল্যান্ডের সফরের প্রস্তুতি চলছে গডজিলা সিনেমা দেখে।
কেন ৩২২৪ কোটি টাকার সিনেমা? আর এই সিনেমা কীভাবেই বা বৈভবকে ইংল্যান্ডের প্রস্তুতিতে সহযোগিতা করবে? ২০১৪ সালের এই সিনেমার বাজেট ছিল ভারতীয় মুদ্রায় ৯৭৫ কোটিরও বেশি। আর সারা বিশ্বে বক্স অফিস কালেকশন ছিল ৩২২৪ কোটি। আর প্রস্তুতির ক্ষেত্রে! এ তো সহজ। ওই যে মানসিক ভাবে খোশমেজাজে থাকা!