Vaibhav Suryavanshi: বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিং, অল্পের জন্য রক্ষা পেলেন ক্যামেরা পার্সন!

IPL 2026, Rajasthan Royals: প্রকৃত উত্থান বলা যায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মরসুমে। মাত্র ১৪ বছরে আইপিএলে অভিষেক। শুধু তাই নয়, ৩৫ বলে সেঞ্চুরি। নানা রেকর্ড গড়েছেন বৈভব। কিন্তু রাজস্থান রয়্যালসের ব্যাটিং সেনসেশনের বিধ্বংসী মেজাজে বড়রকমের দুর্ঘটনার পরস্থিতি।

Vaibhav Suryavanshi: বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিং, অল্পের জন্য রক্ষা পেলেন ক্যামেরা পার্সন!
Image Credit source: PTI FILE

Aug 07, 2025 | 11:25 PM

দলীপ ট্রফিতে ইস্ট জোনের স্ট্যান্ড বাই তালিকায় রয়েছেন বৈভব সূর্যবংশী। তাঁকে আপাতত জুনিয়র দলের জন্যই যে ভাবছে বোর্ড, তা বলা যায়। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে রাখা হয়েছে বৈভবকে। সম্প্রতি ইংল্যান্ড সফরেও ভারতের অনূর্ধ্ব ১৯ স্কোয়াডে ছিলেন। ভালো পারফর্মও করেছেন। তবে বৈভব সূর্যবংশীর প্রকৃত উত্থান বলা যায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মরসুমে। মাত্র ১৪ বছরে আইপিএলে অভিষেক। শুধু তাই নয়, ৩৫ বলে সেঞ্চুরি। নানা রেকর্ড গড়েছেন বৈভব। কিন্তু রাজস্থান রয়্যালসের ব্যাটিং সেনসেশনের বিধ্বংসী মেজাজে বড়রকমের দুর্ঘটনার পরস্থিতি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বেশি ফ্র্যাঞ্চাইজিই ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতি সারছে। আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক বিরতি। সে কারণেই মাঝের সময়টা একটু কাজে লাগানো। ঘরোয়া মরসুমও শুরু হবে দলীপ ট্রফি দিয়ে। অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে রাজস্থান রয়্যালসের অ্যাকাডেমিতে প্রস্তুতি রয়েছেন বৈভব। একটি প্রোমোশনাল ভিডিয়ো শুটিংয়ের কাজ চলছিল। তাতে প্র্যাক্টিসও হয়ে গেল। আর এই ভিডিয়ো করতে গিয়েই বিপত্তি ক্যামেরা পার্সনের।

রাজস্থান রয়্যালসের নেটে ব্যাট করছিলেন বৈভব সূর্যবংশী। সব মিলিয়ে প্রায় পাঁচজন ক্যামেরা পার্সন ছিলেন নন স্ট্রাইকার প্রান্তে। হেলমেটে গো প্রো ক্যামেরা। একজন বোলিংয়ে আসেন। বৈভবও রেডি। বোলিং করার পরই একটি জোরালো স্ট্রেট ড্রাইভ বৈভবের। বল হাওয়ায় ছিল। গোলার মতো তা বোলারকে ছাপিয়ে এক ক্য়ামেরা পার্সনের দিকে যাচ্ছিল। ভয়ে ক্যামেরা পার্সন তা আটকানোর চেষ্টা করেন। কেউ কেউ ব্যালেন্স হারিয়ে মাঠে পড়ে যান। আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছিল।

যদিও সৌভাগ্যবশত, কারও গায়ে বল লাগেনি। নয়তো যে জোরালো ড্রাইভ করেছিলেন বৈভব, চিকিৎসাকেন্দ্রে নিয়ে ছুটতে হত। তাঁর শটের জোর আইপিএলের সৌজন্যে সকলেই দেখেছে। ডিফেন্স শব্দটি যেন বৈভবের অভিধানেই নেই। এমনকি ইংল্যান্ড সফরে যুব টেস্টেও ব্যাটিং করেছিলেন বিধ্বংসী মেজাজেই।