IND vs ENG: রোহিতদের সঙ্গে প্রস্তুতিতে বরুণ চক্রবর্তী! কারণ খোলসা করলেন শুভমন গিল
India vs England ODI Series: নাগপুরে ওয়ান ডে সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। বাকিদের সঙ্গে প্র্যাক্টিসে দেখা গেল মিস্ট্রি স্পিনার বরুণকেও। স্কোয়াডে না থাকলেও কেন প্রস্তুতিতে! কারণ খোলসা করলেন ভাইস ক্যাপ্টেন শুভমন গিল।

ইংল্য়ান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। এ বার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। স্কোয়াডে অবশ্য নেই বরুণ চক্রবর্তী। টি-টোয়েন্টি সিরিজে অনবদ্য বোলিং করেছিলেন বরুণ। ১৪ উইকেট নেওয়া বরুণ চক্রবর্তী সিরিজ সেরার পুরস্কারও জিতে নিয়েছেন। নাগপুরে ওয়ান ডে সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। বাকিদের সঙ্গে প্র্যাক্টিসে দেখা গেল মিস্ট্রি স্পিনার বরুণকেও। স্কোয়াডে না থাকলেও কেন প্রস্তুতিতে! কারণ খোলসা করলেন ভাইস ক্যাপ্টেন শুভমন গিল।
টি-টোয়েন্টি সিরিজে অনবদ্য পারফরম্যান্সের পুরস্কার বরুণ চক্রবর্তীকে! দেশের জার্সিতে এতদিন শুধু টি-টোয়েন্টি ফরম্যাটেই খেলেছেন। প্রথম বার ওয়ান ডে স্কোয়াডে। হতেই পারে এই সিরিজেই অভিষেক হল তাঁর। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও বরুণ চক্রবর্তীকে যোগ করা হলে অবাক হওয়ার নেই। ভাইস ক্যাপ্টেন শুভমন গিল জানিয়েছেন, বরুণকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য় স্কোয়াডে যোগ করা হয়েছে।
সীমিত ম্যাচ খেললেও লিস্ট এ ক্রিকেটে বরুণের পারফরম্যান্স নজরকাড়া। ২৩টি ৫০ ওভারের ম্যাচে ৫৯ উইকেট রয়েছে বরুণের। এ মরসুমের ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট বরুণ চক্রবর্তীর ঝুলিতে। নিয়েছেন ১৮টি উইকেট। এর মধ্যে একটি ফাইফারও রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইতিমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় বোর্ড। রয়েছেন চার স্পিনার। কোনও একজনকে বাদ দিয়ে বরুণকে যোগ করা হবে কি না, সেটাই প্রশ্ন।
এই খবরটিও পড়ুন




শুভমন যেমন বলেছেন, তেমনই বোর্ডের তরফে মেইল করে জানিয়ে দেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে স্কোয়াডে যোগ করার বিষয়টি। নাগপুরেই ওয়ান ডে অভিষেক হতে পারে বরুণের।





